পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ 34ఆ ] বাঙ্গালী ব্রাহ্মণ হইতে উদ্ভব বলিয়া প্রকাশ করিয়া থাকেন, এবং জয়পুলে এইরূপ একটি গাথাও প্রচলিত আছে।— “সাজানের কা সাঙ্গ বাবা জয়পুরক হনুমান। আমেরকা সল্লাদেবী লায় রাজা মান ।” শিলাদেবী বঙ্গদেশ হইতে যে অম্বরে গমন করেন সে বিষয়ের কোনই তর্কবিতর্ক নাই। ঈশ্বরীপুরে অদ্যাপি যশোরেশ্বরী আছেন। র্তাহাব সম্পূর্ণ মূৰ্ত্তি নাই। কেবল মুখাংশ মাত্র দেখা যায়। র্তাহার মন্দির এক থানি সামান্য গৃহমাত্র। সম্মুখে নাটমন্দিরের চিন্তু আছে। (৯৯) আমরা আর লড়াই করিব না—বস্থমহাশয় লিখিতে ছেন যে, প্রতাপাদিত্য শেষে আর যুদ্ধ করেন নাই, উজীরের নিকট আত্মসমর্পণ করিয়াছিলেন। কিন্তু ঘটককারিকা, ক্ষিতীশবংশবলীচরিত, অন্নদামঙ্গল প্রভৃতিতে শেষ পর্যন্ত মানসিংহের সহিত প্রতাপের ঘোরতর যুদ্ধের কথা আছে। (১০০) পিঞ্জারায় কয়েদ করিয়া—প্রতাপাদিত্য যে পরাজিত হইয়া পিঞ্জরমধ্যে বন্দী হইয়াছিলেন, ইহা সমস্ত প্রাচীন গ্রন্থেই উল্লিখিত হইয়াছে— “জিত্বাতু সমরং মান; হর্ষেণ মহতাবৃতঃ। দিল্লীশাদেশতে রাজ্যং রাঘবায় দদৌ মুদ। লৌহপিঞ্জরমধ্যেভু প্রতাপমবরুধ্য চ | ত্বরিতং প্রেষয়ামাস দিল্লীশস্ত চ সন্নিধিং ॥” ঘটককারিকা । “ক্ষণেন তদুপমদ্য প্রতাপাদিত্যং বন্ধ লৌহময়পিঞ্জরে নিক্ষিপ্য পুনরিঙ্গপ্রন্থস্থংঘবনাধিপং নিবেদিতুং চলিতঃ ” - - (ক্ষিতীশ বংশাবলীচরিতম্ ),