পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ >> ) আপন২ সরঞ্জাম ফেলাইয়া কোনদিগে পলায়ণ করিল ভয়াকুল শিবাগণের মত তাহার ঠেকানা থাকিল না। যখন গৌড়ের কর্তা সংবাদ প্রাপ্ত হইলেন যে বাদসহি সামন্ত র্তাহার মুরচা ভঙ্গ করিয়া পার হইল আসিয়া তখন দাউদের অন্তঃকরণ মহা হুতাসযুক্ত দেখেন আর উপায় নাই। দুই ভ্রাতাকে ডাকিয়া কহিলেন ভাইরে আর কি করিতে পারি এখন নিরোপায় পরে যাহা হউক এইক্ষণে আমরা কি করিব। আর কিছু সাঙ্গিত্য দেখিনা। আমার বল ও বুদ্ধি তোমরা দুই ভাই তোমরা এদিগে ওদিগে গুপ্ত রহ যদিত পশ্চাত কোন উপায় করিতে পারিবা যাবৎ শ্বাস তাবৎ আস বাদসাহ এখানে আসিবেন যদি কাহারু দ্বারায় সচেষ্টত হইয়া কিছু প্রতুলের উপায় করিতে পারহ আমার কহনাধিক। সম্প্রতি আমি সপরিবারে রাজমহলের পর্বতের উপরে আরোহন করি সাইয়া । আমার তত্ব তল্লাস করিও তোমারদের সংবাদ পাইলে ফের নামিব নত্তবা এই পৰ্য্যন্ত দেখা আর দেখা হয় বা না হয় প্রিয়তম বান্ধবের বিদায় হই। এই সকল কহিতেই গোঁড়াধিপ দাউদ রোদন করিয়া ব্যাকুল হইলে দুই ভ্রাতা বন্ধু বিচ্ছেদ শোকে শোকাবৃত হইয়া ক্ৰন্দন করিতেই ভূমিতলে পতন হইলেন পরে দাউদ দুই ভ্রাতাকে শান্তন করিয়া কিঞ্চিত ধন ও খাদ্য সামগ্রি বৎসরাবধি সপরিবারে খাইয়া বাচনের উপযুক্ত সাতে করিয়া লইয়া সকলে পৰ্ব্বতে আরোহন করিলে এ দুই ভ্রাতা বৈরাগি বেশ হইয়া কিছুকাল বরিন্দ্র ভূমিতে যাত্রা করিলেন। এথায় বাদসাহি লস্কর সেনাপতি রাজা তোড়লমল ও রাজা ওমরাও সিংহ (১৮) এই দুই সেনাপতি সৰ্ব্বসৈন্ত লইয়া দাউদের থানা বথানায় রঞ্জিত হইয়া বেগগতি লুট ফশাদ করিতে সৰ্ব্বত্র জয়ী হইয়া রাজমহলের কেল্লাতে দাখিল হইলেন। . (১৯) ૨