পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७१ ] ং গুহাদিগকে প্রতিপালন করিতে আরম্ভ করায় বড় চৌধুরীর দল, গুড়ার নামে খ্যাত হইয়া ‘কৃষ্ণকান্তী দল’ নাম ধারণ করে, ও দমকান্তের দল “রামকান্তী’ নামে অভিহিত হয়। এইরূপে যশোর সমাজ ধি বিভক্ত হইয়া তিন নায়েব গোষ্ঠীপতির অধীন হয়। এক্ষণে । বসন্তরায়ের সন্তানেরা সাধারণতঃ গোষ্ঠীপতি, এবং এই তিন বংশের সন্তানেরা নায়েব গোষ্ঠীপতি বলিয়া অভিহিত হইতেছেন। সুতরাং নীলকণ্ঠের সন্তানেরা যে আদি গোষ্ঠীপতি তাহাতে সন্দেহ নাই। পুড়াব নায়েব গোষ্ঠীপতিগণ তাহাদিগের সংস্রব পরিত্যাগ করিয়া এক্ষণে আপনার স্বাধীন হইয়া উঠিয়াছেন। পুড়ার নায়েব গোষ্ঠীপতি রামভদ্রের ংশেই কৃষ্ণদেবের জন্ম হয়। টাকীর মুসীবংশীয় কালীনাথ, বৈকুণ্ঠনাথ ও খুরানাথের নাম বাঙ্গলার অনেকেই অবগত আছেন। --