পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1 • לל ] গার্ডেন রিচে ইহার যে বিরাট অট্টালিকা নিৰ্ম্মাণের প্রস্তাব হইয়াছিল, তাহ কার্য্যে পরিণত হয় নাই। যাহা হউক, ওয়েলেসলি যাহার প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহ অনেক দিন পর্য্যন্ত জ্ঞান বিতরণ করিয়া ইংরেজ রাজকৰ্ম্মচারিগণকে সুশিক্ষিত করিয়াছিল। খৃষ্টীয় ১৮০০ অব্দের ৪ঠা মে তারিখে ফোর্ট উইলিয়ম কলেজের প্রতিষ্ঠা হইয়াছিল, কিন্তু ১৮ই আগষ্ট হইতে ইহার প্রকৃত কাৰ্য্য আরম্ভ হয়। বর্তমান রাইটাস বিল্ডিং যে স্থানে রহিয়াছে, ফোর্ট উইলিয়ম কলেজ তথা অবস্থিত ছিল। { রেভারেও ডেভিড ব্রাউন ইহার প্রভোষ্ট বা অধ্যক্ষ, এবং রেভারেও ক্লডিয়স বুকানন ইহার ভাইস প্রভোষ্ট বা সহকারী অধ্যক্ষের পদে নিযুক্ত হন। স্বয়ং গবর্ণর জেনেরাল ইহার পৃষ্ঠপোষক হইয়াছিলেন, এবং স্তার জর্জ বালো, লম্সডেন, কোলব্রুক, হারিংটন, এডমনষ্টন প্রভৃতি ইহার তত্ত্বাবধানে ব্ৰতী হন। অধ্যাপকগণের মধ্যে আমরা স্তার জর্জ বালে, কোলক্রক, হারিংটন, ম্যাডউইন, এডমনষ্টন, গিলক্রাইঃ, ইয়ার্ট ও রেভারেও কেরীকে দেখিতে পাই। ইহাদের মধ্যে কেরীই বাঙ্গালা ভাষার অধ্যাপক নিযুক্ত হইয়াছিলেন। ; তাহার পর আমরা রুবক, উইলসন, মার্শম্যান ও লিডেনের সম্বন্ধও দেখিতে পাই 8 এই সকল অধ্যাপকগণ • “On the 18th of August 1800, the College of Fort William, which had been virtually in operation since the 4th May, was formally established by a Minute in Council, &c. (Memoirs of Dr. Buchanan. Vol. I. P. 202). + বিহারীলালের বিদ্যাসাগর দেখ । 1 Buchanan’s College of Fort William. § “Let us look at the names connected with its internal ad. -ministration, whether as members of the council or as actual lecturers on the subject tought. There in a short space of years we see the learning and piety of Buchanan and Brown ; the time"