পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

و مواد ] বাঙ্গলা ভাষায় কথোপকথনের উপযোগী দুই একখানি গ্রন্থ ফোর্ট উইলিয়ম কলেজ হইতে প্রকাশিত হইয়াছিল। রামরাম বসু বিশেষ চেষ্টা করিয়া সেই সময়ে তাহার প্রসিদ্ধ গ্রন্থ রাজা প্রতাপাদিত্য-চরিত্র প্রণয়ন করেন । রাজা প্রতাপাদিত্য-চরিত্র লিখিত হইলে তিনি গুরু কল্প রাজা রামমোহন রায়ের নিকট উক্ত পুস্তক লইয়া উপস্থিত হন, এবং তাহার দ্বার স্বীয় গ্রন্থ আনুপুৰ্ব্বিক সংশোধিত করিয়া লন।* রাজা প্রতাপাদিত্য-চরিত্র ১৮০১ খৃঃ অব্দে শ্রীরামপুরে মুদ্রিত হইয়াছিল। 1 ফোর্ট উইলিয়ম কলেজে অবস্থান কালে তিনি লিপিমালা নামে আর একখানি গ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন। ১৮০২ খৃঃ অব্দে তাহ মুদ্রিত হয়। শিক্ষার্থদিগকে পত্র লিখন শিক্ষা দেওয়ার জন্য লিপিমালা লিখিত হয়। ; কলেজের কর্তৃপক্ষগণের সহিত র্তাহার মতপার্থক্য ঘটায় বসু মহাশয় স্বীয় পদ পরিত্যাগ করিতে বাধ্য হন। ৪ এতদ্ব্যতীত কেরী সাহেব তাহার স্বভাব চরিত্র সম্বন্ধেও কিছু কিছু উল্লেখ করিয়াছেন। কেরী সাহেব বলেন যে, যদিও আচার ব্যবহারে তাহাকে মধুত্বস্বভাব ও সরল প্রকৃতি বলিয়া বোধ হইত, তথাপি কে র্তাহার প্রতি অন্যায় করিলে তিনি তাহার প্রতি দুর্ব্যবহার করিতে ক্রট • কেরী সাহেব ঘনশ্যাম বসুমহাশয়ের নিকট হইতে উক্ত তথ্য অবগত হইয়াছিলেন বলিয়া উল্লেখ করিয়াছেন। • রাজা প্রতাপাদিত্য-চরিত্রের বঙ্গ ভাষায় লিখিত সন্মুখ পৃষ্ঠায় ১৮০১ খৃঃ অই আছে, কিন্তু ইংরেজী সন্মুখ পৃষ্ঠায় ১৮৯২ আছে। অস্তান্ত গ্রন্থ হইতে জানা যায় যে, ১৮৯১ খৃষ্টাব্দেই রাজা প্রতাপাদিত্য-চরিত্র মুদ্রিত হইয়াছিল।

“Lipimala ; or the Bracelet of writing ; an original composition in Bengalee prose, in the epistolary form ; by Ram Ram Bose Pundit." (Buchanan's College of Fort William)

§ “It was through difference of opinion that led him resign his appointment in the Fort William College.” (Carey).