পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ wwל ] হয়। কেরীর লিখিত বিবরণ হইতে জানা যায় যে, বসুমহাশয়ের জীবনে রাজা রামমোহন রায়ের প্রতিবিম্ব অল্প বিস্তর স্থান পাইয়াছিল। তাঙ্গাল প্রকাশু ও দৈনন্দিন জীবন রাজা রামমোহনের আদর্শে গঠিত হইয়ছিল। রামমোহনের নিকট তিনি আপনার জ্ঞানপিপাসার নিবৃত্তি করেন ; তাহারই নিকট তিনি বাঙ্গল গদ্যরচনা শিক্ষা করেন ; তাহারই দৃষ্টান্ত তিনি দানশক্তির পরিচয় দিয়াছিলেন, এবং তাহারই আদর্শে তিনি সৎসাহস অবলম্বন করিয়া ফোর্ট উইলিয়ম কলেজের পদত্যাগ করিয়াছিলেন। যে মনীষীর অক্ষয় কীৰ্ত্তিকলাপ আজিও বঙ্গদেশে ও বঙ্গভাষায়ু সজীব ভাবে বিদ্যমান রহিয়াছে, বাঙ্গলার প্রথম গদ্য-ইতিহাসলেখকের জীবন যে র্তাহার আদর্শে চালিত হইয়াছিল, ইহা আনন্দের বিষয়ই বলিন্তে হইবে। যে কেহ রামমোহনের সংস্পর্শে আসিয়াছিল, তাহার লৌহময় জীবন যে চুম্বকত্ব প্রাপ্ত হইয়াছিল ইহার অনেক দৃষ্টান্ত দেখিতে পাওয়া যায়। প্রতিভাসম্পন্ন লোকের প্রভাবই অদ্ভুত । আমরা পূৰ্ব্বে উল্লেখ করিয়াছি যে, মতপার্থক্য ঘটায় রামরাম বন্ধু মহাশয় ফোর্ট উইলিয়ম কলেজের পদ ত্যাগ করিয়াছিলেন। কোন আদ তিনি পদত্যাগ করেন তাহা বিশেষরূপে অবগত হওয়া যায় না। রেভারেগু বুকাননের লিখিত ফোর্ট উইলিয়ম কলেজ নামক গ্রন্থ ১৮০৫ খৃ: অব্দে প্রকাশিত হইয়াছিল। তাহাতে বসুমহাশয়কে কলেজের অন্যতম পণ্ডিত বলিয়া উল্লেখ করা হইয়াছে। + কিন্তু ১৮১৯ খৃঃ অব্দে প্রকাশিত টমাস রুবকের লিখিত ফোর্ট উইলিয়ম কলেজের ইতিবৃত্ত নামক পুস্তকে ১৮১৮ অব্দের বাঙ্গলা পণ্ডিতদিগের যে তালিকা প্রদত্ত হইয়াছে, তাহতে

  • “The History of Rajah Pritapadityo..... by a learned native

...in College.” “Lipimala......by Ram Ram Bose Pundit.” (Buchanan)