পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ bನಿ ] বসুমহাশয়ের নাম দৃষ্ট হয় না। মুতরাং ১৮১৮ অন্ধের পূৰ্ব্বে বসুমহাশয় বে পদত্যাগ করিয়াছিলেন তাহ অনায়াসেই বুঝা যাইতেছে। ১৮১৮ খৃঃ অব্দে ফোর্ট উইলিয়ম কলেজের পণ্ডিতমণ্ডলীর তালিকায় দৃষ্ট হয় যে, রামনাথ দ্যয়বাচস্পতি প্রধান পণ্ডিত ছিলেন, তিনি ১৮০১ খৃঃ অব্দের মে মাসে নিযুক্ত হন। সুতরাং রামরাম বস্তু মহাশয় যে, তাহার অধীনে কাৰ্য্য করিয়াছিলেন তাহা বুঝা যাইতেছে। বসুমহাশয়ের দৃষ্টাস্তে অপর কেহ কেহও ফোর্ট উইলিয়ম কলেজের শিক্ষার্থীদিগের জন্ত, গ্রন্থাদি রচনা করিয়াছিলেন। তন্মধ্যে রাজা কৃষ্ণচন্দ্রচরিত্র প্রভৃতি প্রধান। বসুমহাশয় পদত্যাগ করিলেও তাহার গ্রন্থদ্বয় ফোর্ট 1818. Bengalee Department. HEAD PUNDIT. রামনাথ হ্যায়বাচপতি May 1801. SECOND PUND IT, রামজয় তর্কালঙ্কার July 1816. PUNDITS. শ্ৰীপতি মুখোপাধ্যায় May 1801. কালীপ্রসাদ তর্কসিদ্ধান্ত Sept. 1801. পদ্মলোচন চূড়ামণি May 1801. শিবচন্দ্র তর্কালঙ্কার Sept. 1801. রামকিশোর তর্কচূড়ামণি Nov. 1805. রামকুমার শিরোমণি Sept. 1801. গদাধর তর্কবাগীশ Nov. 1805. ब्रांमध्टश ब्रांग्न March 1803. নরোত্তম বস্ত্র March 1806. কালীকুমার রায় March 1803. (Roebuck's Annals of the College of Fort William.)