পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१ ] তবে আমি পুনৰ্ব্বার খুব ইনাম দিব তোকে এবং তাহার বড় কাৰ্য্য হবেক । নিৰ্ব্বোধ মাগুম খ হৰ্ষমনে ফের পর্বতে গতি করিয়া নিবেদন করিল সমস্ত বিবরণ দাউদের ঠাই ইহাতে দাউদের নিজও নিয়ত প্রযুক্ত নিচে আইসনের অকিঞ্চন যথেষ্ট হইল। কি করে। চার কি। নিয়তঃ কেন বাধ্যতে। বেগম এ বিষয় জ্ঞাত হইলে পুটাঞ্জলি করিয়া নিবেদন করিলেন নবাবের গোচরে নবাব সাহেব সহসা এমত করিবেন না সহসা কৰ্ম্মেতে ব্যামহ আছে। বিক্রমাদিত্য আপনকার অতি বিশ্বাসপাত্র যদ্যপিস্তাৎ এমত২ রচনা গড়ন হইত তবে কি সে লোক না পাঠাইয়া রহিত। এ মত কদাচিত নহে। সে অবশ্য লোক পাঠাইত নতুবা আপনার জনেক এখানে আসিত। আপনি এ মুখ চাকরের কথায় আস্থা করিবেন না। এ মূখ। লোক এ কি বুঝে। ইহার কথা শ্রবণ করিবে না। দাউদ বেএক্তিয়ার। আমার নিতান্ত মন টানিয়াছে নিচে গেলে আমার প্রতুল হবেক তাহার সন্দেহ নাই। বেগম মানা করিল। দাউদের আসন্ন কালক্রমে তাহ অমলে আনিল না বেগম স্ত্রীলোক কি করিতে পারে অদৃষ্ট মানিয়া বিলাপ করিয়৷ বহুমতে রোদন করিতেই সৰ্ব্বসমেত দাউদের পশ্চাতবৰ্ত্তি হইয়া নামিল পৰ্ব্বত হইতে । মাগুম খী যাইয়া ওমরাওকে জ্ঞাত করিলেই ওমরাও আপন তরফের লোক পঠাইয়। দাউদকে আক্রমণ করিলে সেই ক্ষণেই তাহার মস্তকচ্ছেদন করিয়া মুগু ঝণ্ডার উপরিভাগে টাঙ্গাইয়া দিল (২২) এবং জয়ং কার ধ্বনি দিয়া টেড়ি মারিল সমস্ত সহরে২ । দাউদের এ দুর্মিত দেখিয়া পরিবারলোক যাহারা২ সাতে ছিল ছিন্ন ভিন্ন হইয়া কে কোথায় গতি করিল তাহার ঠেকানা থাকিল না বেগম বিসন্ন বদন খিয়মান অতি কাতর হইয় একদৃষ্টি চাহিয়া রহিয়াছেন।