পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহারাজ প্রতাপাদিত্য চরিত্র।


سمoچوهوoهس--

বঙ্গদেশের পূৰ্ব্বপ্রদেশে রামচন্দ্র নামে একজন বঙ্গজ কায়স্থ বসতি করিতেন। লোকে অধিক উপার্জনের বাসনায় দেশ দেশান্তরে যাইয়া থাকে। তিনিও তদাশয়ে বশীভূত হইয়া তথা হইতে পাঠমহল পরগণায় যাইয়া । অবস্থিতি করেন। পরে তথাকার এক সরকারের আগ্রহাতিশয়ে সাতিশয় বাধিত হওত র্তাহার কন্যাকে বিবাহ করিয়া সমুদায় বাণিজ্য · ব্যবসায় পরিত্যাগ পূৰ্ব্বক তদীয় আবাসে বাস করিয়া রহেন তাহার খালকের সপ্তগ্রামের কাছারিতে কাননগো দপ্তরে মুহরিগিরি কৰ্ম্ম করিত। তিনি তাহাদিগের সহিত তথায় সৰ্ব্বদ যাতায়াত করিতে ২ ক্রমশঃ সকলের নিকট পরিচিত ও সকল কৰ্ম্মে বিশেষ পারদর্শী হইয়া পবিশেষে সেখানকার এক মুহুরিগরি কৰ্ম্মে নিযুক্ত হয়েন এবং স্বীয় কৰ্ম্মে অভিনিবেশ পুৰ্ব্বক তাহা সুচারুরূপে নিৰ্ব্বাহ করতে লাগিলেন। কিছুকাল পরে তাহার পত্নী গর্ভবতী ও দশম মাসে পুত্রবর্তী হয়েন। নাৰীগণ অভিনব কুমারের অপরূপ রূপ সন্দর্শনে আলোদিত হইয় প্রতিবাসিদিগকে পুত্র জন্ম সংবাদ প্রদানার্থ শুভ সংস্থচক শংখধ্বনি আরম্ভ করিল। তদাকর্ণনে গ্রামস্থ সকলে অবগত হইল যে সরকারের একটা নীেতির ভূমিষ্ঠ হইয়াছে। দীন দরিদ্র দুঃখি ব্রাহ্মণাদি তাবতেই বিবেচনা কবিল আমরা সরকারের বাটতে উপস্থিত হইলে তিনি আমাদিগকে অবশু কিঞ্চিৎ ২ দিবেন সন্দেহ নাই কিন্তু অগ্ৰে যাইলে কিছু অধিক পাইব এই বোধে সকলে সত্বর হইয় তাহার বাটতে আগমন কল্পিত