পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২১৩ ] আকে কাহারও ঈদৃশ সামর্থ ছিল না যে স্বয়ং সিংহাসনে আরোহণ করিয়া স্টের দমন শিষ্টের পালনাদিরূপ রাজনীতির অনুসারে প্রজাগণের হিতাহিত চিন্তা এবং দেশ দেশান্তর হইতে রাজস্ব আদায়ের তত্ত্বাবধারণ করেন ; সুতরাং তৎকালে বিদেশীয় প্রধান ২ কৰ্ম্মচারির দিল্লীর প্রতি হতাদর হইয়া স্বেচ্ছাচারী হইতে লাগিল। শোলেমান সেই সময়ে কতিপয় সৈন্যদল সংগ্ৰহ করিয়া স্বয়ং সেনাপতি হওত উড়িষ্যা জয় করেন । দিল্লীতে কিছুমাত্র কর প্রেরণ করেন নাই কেবল তিন দেশের রাজস্ব আদায় করিয়া স্বীয় কোষ পরিপূর্ণ করত হস্তগত দেশ সকল শাসন করিতে লাগিলেন। কয়েক বৎসর বিবাদের পর হুমায়ুনের জ্যেষ্ঠ পুত্র আকবর ভ্রাতাদিগের অভিমতিতে দিল্লীর সিংহাসনে অভিষিক্ত হইয়া বাদশাহ হইলেন। শোলেমান তৎশ্রবণে অনুপম উপঢৌকন লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে গমন করেন। সময়ক্রমে বাদশাহের সহিত র্তাহার সাক্ষাৎ হইলে বাদশাহ শোলেমানের শীলতায় ও তদত্ত উপঢৌকনে পরিতুষ্ট হইয়া অনুগ্রহ পূৰ্ব্বক তাহার প্রতি বাঙ্গালা প্রভৃতি তিন প্রদেশের কর্তৃত্ব পদে স্থিরতর থাকনের লিপি প্রদানে অনুমতি করিলেন, শোলেমান ঐ লিপি এবং সন্ত্রমসূচক পরিচ্ছদ পাইয়া আপনাকে কৃতকৃতার্থ বোধ করত স্বরাজধানীতে প্রত্যাগমন করিয়া পূৰ্ব্ববৎ মুবাদারি কৰ্ম্ম নিৰ্ব্বাহ করিতে লাগিলেন। রামচন্দ্র গৌড় রাজধানীতে সপরিবারে উপস্থিত হইয়া এক গৃহস্থের বাটতে অবস্থিতি করেন। পরে একদিন কোন সুযোগে নবাবের সহিত সাক্ষাৎ করিলে পর তিনি তাহার পুত্রদিগের নিবেদন অনুসারে তাহাকে কাননগো দপ্তরে মুহুরিগরি কৰ্ম্মে নিযুক্ত করেন। রামচন্দ্র সেই কৰ্ম্মে প্রবিষ্ট হইয়া তথায় গৃহাদি নিৰ্ম্মাইয়া বাস করিলেন। তাহার কনিষ্ঠ পুত্র অতি চতুর, কোন কাৰ্য্য উপলক্ষ করিয়া অমুক্ষণ