পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ১৬ ] চিত্রের পুথলির স্থায় দুই চক্ষু অশ্রপূর্ণ শোকেতে কাতর হইয়৷ ধরণি তলে পড়িয়া গড়াগড়ি দিয়া রোদন করিতেছেন। শাস্তন করে এমত কেহ নাই হানাথ২ করিয়া বহুবিধি বিলাপীয় ক্ৰন্দন করিতেছেন কি করিব। কোথা যাব। কি হবে উপায়। এই মতে ভূমিতে পড়িয়া বেগম বিলাপ করে। বেগমের বিলাপেতে যাবদীয় লোক হায়২ রবে রোদন করিতে লাগিল। ওমরায়ের কঠিনন্তঃকরণ কোমল হইল ছল২ আক্ষিতে রোদন করিলেন। কাৰ্য্যাস্তরে সেই দিবস বিক্রমাদিত্যও রাজমহলে আগমন করিয়াছিলেন এই কালে তিনিও সেই স্থানে উপস্থিত মহা শোকাবৃত হইয়৷ তিনিও অতিশয় শোকাকুল নিরোপায় কি করিতে পারেন ওমরায়েব স্থান হইতে কাটা স্কন্ধ লইয়। অন্তহ লোক দিয়া কবরে দেওয়াইলেন দাউদের শরীর ওমরাও সিংহ বাদসাহের ফরমান মত বেগমদিগের আর২ স্ত্রীলোকেরদিগকে পিঞ্জরায় কএদ করিয়া দাউদের মুণ্ড সমেত প্রাগে চালান করিলেন। (২৩) পরে অল্প কএক মাস স্থিতি করিয়া মহারাজা বিক্রমাদিত্য শুবাজাতের সমস্ত কাগজ রাজারদিগকে জ্ঞাত করিয়া বিদায়ের যাচয়মান হইলেন কহিলেন। আজ্ঞ হয় খুড়া মহাশয় দপ্তর লইয়া হাজির থাকেন আমি এ চাকরি আর করিব না দাউদ আমার নিতান্ত দয়াযুক্ত মনিব ছিলেন তাহার রাজ্যে আমার কতৃত্ব করিয়া কাৰ্য্য করা অকৰ্ত্তব্য। এখন আমি সাধনা করি আপনারদিগকে বিদায় করুণ আমাকে আপনি দয়া করিয়া যে রাজ্য দিয়াছেন আমাকে সেই যথেষ্ট এ গরিবের আর আবগুক নাই তবে যদি দয়া এ গরিবের প্রতি থাকে আমার এই এক নিবেদন পূৰ্ব্ব দেশের নবাব মনছব আমার হয় এই আমার দরখাস্ত। খুড়া মহাশয় এখানকার কাৰ্য্য করেণ যাবৎ আপনার আছেন এ অঞ্চলে।