পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २४७ ] সৈন্তও আছে। যে ধন বৎসর ২ দিল্লীতে প্রেরণ করিয়া থাকি, তাহা আন দিব না। ইহাতে যদি বাদশাহ আমার প্রতি কোন অত্যাচার করিতে প্রবৃত্ত হয়েন আমিও তদনুযায়ী কৰ্ম্ম করিব ইহাতে ক্ষতি কি। এ কিছু অসঙ্গত কৰ্ম্ম নহে, এ হিন্দুর দেশ পূৰ্ব্বে তাহাদিগেরই অধিকার ছিল। মুসলমানের নিজ বাহুবল ও পরাক্রমে তাহাদিগকে জয় করিয়া এদেশ অধিকার করিয়াছে। দিল্লীর অধিপতি মুসলমান, আমিও সেই জাতি, তবে তিনি কেন আমার নিকট কর গ্রহণ করেন, আমিই বা কি জন্য দি । তাহার নামে মুদ্র মুদ্রিত করা যায় এবং তিনি সিংহাসনে আরোহণ করিয়া অসংখ্য মানবগণের উপর প্রভুত্ব করেন। আমি একজন সামান্ত দাসের মত র্তাহার অধীন হইয়া আছি, এ কি অন্যায়। আমি তাহাকে আর কব দিব না স্থানে ২ উপযুক্ত সেনা নিবেশ করিয়া স্বদেশে নিৰ্ব্বিঘ্নে কর্তৃত্ব করিব তিনি আমার কি করিবেন। দাযুদের আসন্ন কালে এই মত বিপরীত বুদ্ধি উপস্থিত হইল। তিনি দিল্লীতে যে কর প্রদান করিতেন তাহা এককালে রোধ করিলেন এবং নিজ অধিকারোৎপন্ন ধন দ্বারা সুশিক্ষিত প্রচুর সৈন্য সংগ্রহ করত দিয়ার পথিমধ্যে স্থানে স্থানে শিবির নিৰ্ম্মাণ করিয়া তাহাতে স্থাপন করিতে লাগিলেন। আট দশ বৎসর ঐরূপ করাতে র্তাহার বিপুল ধন সঞ্চ ও অসীম সৈন্য সংগ্ৰহ হইল পরে তিনি বোধ করিলেন এখন আমাকে আর কে পায় আমার কোন বিষয়ের অপ্রতুল দেখি না তবে কেন মিথ্যা কালক্ষেপ করি প্রকৃত কৰ্ম্মের চেষ্টা দেখা যাউক। এই স্থির করিয়া স্বনামে মুদ্র প্রচার করণের ও গৌড়ে অপূৰ্ব্ব রাজ সিংহাসন নিৰ্ম্মাণের আয়োজনে অতি ব্যস্ত হইয়া শ্বেত রক্ত পীত প্রভৃতি নানাবর্ণের ৰিবিধ প্রকার প্রস্তর রাশি স্থান ২ হইতে আনাইলেন । পঞ্চাশ হাজার অশ্বান্ধঢ় সৈন্ত এবং তদনুরূপ ওলন্দাজ ও পদাতিক