পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २०१] ইত্যাদি প্রায় তিন লক্ষ সৈন্তগণের সেনাপতিদিগকে নবাব আহান করিয়া আদেশ করিলেন যে তোমরা শীঘ্ৰ যাও, সকলে আপন ২ সৈন্ত সহ থাকিয়া উত্তর পশ্চিম ও দক্ষিণের পথ এমত সাবধানে রক্ষা করিবে যে বিপক্ষ পক্ষের কেহ দেশের মধ্যে কোন মতে প্রবেশ করিতে না পারে। তোমরা সেই ২ স্থানে থাকিয়া আমার ভাণ্ডার হইতে সৈন্তগণের খাদ্যদ্রব্য অনায়াসে পাইবা এমত উপায় করিয়া দিতেছি বলিয়া তাহাদিগের সমক্ষে কোষাধ্যক্ষকে ডাকাইলেন এবং কহিয়া দিলেন যে ইহঁাকে যখন যে ২ দ্রব্যের নিমিত্ত সংবাদ পাঠাইবেন, তুমি সে সমুদায় সামগ্রী অবিলম্বে পাঠাইবা আমাকে আর জিজ্ঞাসার প্রয়োজন নাই । ভবানন্দ মজুমদার নবাবকে বিষয়মদে মত্ত দেখিয়া বিবেচনা করিলেন ইহার উন্নতি এই অবধি, কবে কখন দিল্লীশ্বরের কোপে পতিত হইবেন তাহার স্থির দেখি না। এক্ষণে সপরিবারে ইহার নিকটবৰ্ত্তী থাকা কোন মতে উচিত নহে । আপন ভ্রাতার সহিত এই মন্ত্রণা স্থির করিয়া মজুমদার মহারাজ বিক্রমাদিত্যকে নির্জনে ডাকিয়া কহিলেন বাপু শ্ৰীহরি এদিকে আইস, আমার একট পরামর্শ শুন, দাযুদের হতবুদ্ধি ঘটিয়াছে ইনি এক্ষণে ছবৃত্ত হইয়াছেন ইহঁর আর নিষ্কৃতি নাই। রাজ্যমদে ইহাকে জ্ঞানশূন্ত করিয়াছে ইনি অল্পকালের মধ্যেই রাজ্যচ্যুত হইবেন ইছার সন্দেহ নাই। দেখ হিন্দুস্থানে দিল্লীশ্বর আকবর বাদশাহকে না মানে এমন লোক নাই। গড় চিতোর প্রভৃতি দেশের রাজারা তাহার বশীভূত, তিনি ইহাকে নিপাত করবেন হাতে কি সংশয় আছে ? সপরিবারে ইহার নিকট থাকিলে বিপদ ঘটিবক। এদেশে তোমাদিগের কর্তৃত্ব থাকিতে থাকিতেই গোপনে কোন মাস্থান অন্বেষণ করিয়া তথায় এক পুরী নিৰ্ম্মাণ করহ যে বন্ধু বান্ধব সহিত ইয়া থাকা যাউক । পরে কাৰ্য্যের গতিক বুঝিয়া যাহা কৰ্ত্তব্য হয়