পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २०v ] করিতে পারিবা নতুবা ইহার পরে সপরিবারে বিপদ সাগরে মগ্ন হইতে হইবেক । ভবানন্দের তিন সহোদর, শ্ৰীহরি ও জানকীবল্লভের সহিত এই পরামর্শ স্থির করিয়া নিভৃত স্থান অন্বেষণ করিতে দেশ বিদেশে লোক পাঠাইলেন তাহারা দক্ষিণ অঞ্চলে সমুদ্রের নিকট একস্থান মনোনীত করিয়া আইল । ঐ স্থান পূৰ্ব্বে চাদ খাঁ মশনারির অধিকার ছিল। র্তাহার উত্তরধিকারী কেহ না থাকাতে ঐ দেশ ক্রমশঃ এমত দুর্গম জঙ্গল হইয়াছে যে তথায় ষাতায়াত কঠিন, ভয়ানক অরণ্য দিয়া নৌকা ব্যতীত যাইবার কোন উপায় নাই। ঐ বনে ব্যাঘ, মহিষ, বরাহ প্রভৃতি নানা হিংস্র জন্তু আছে এবং নদী সকল বৃহৎকায় কুম্ভীরপূর্ণ, ঐ ভয়ঙ্কর বনের নাম বাদাবন তাহার দক্ষি ংশ অদ্যাবধি সুন্দরবন নামে প্রসিদ্ধ আছে ঐ স্থানের সকল বৃত্তান্ত অঙ্ক গত হইয়া সকলের তাহাই মনোনীত হইল। বিক্রমাদিতোর পিতা তৎপর হইয়া তথায় পুরী নিৰ্ম্মাণের নিমিত্ত একজন বিশ্বস্ত লোক প্রেরণ করিলেন। সে যাইয়া নগরের উপযুক্ত স্থান বি করিয়া তথাকার বন কাটাইল এবং নদীতে সেতু বন্ধ করত প্রথমে এক প্রশস্ত পথ প্রস্তুত করিয়াছিল। পরে দীর্ঘ প্রস্থে ছয় ক্রোশ এমত স্থলেব মধ্যস্থলে চারিদিকে গড় কাটাইয়া অপূৰ্ব্ব সাতমহল বাট নিৰ্ম্মাণ কলি এবং তাহার চতুষ্পার্থে হাট বাজার বসাইয়া ঐ স্থান অতি মুশোভিত করিলে ভবানন্দ স্বয়ং মন্ত্রিগণ সহিত বাইয়া দেখিলেন রম্য স্থান হইয়াছে। তথায় বাস করিতে সকলেরই মনন হইল। ভবানন্দ সেই স্থানে থাকিয় গৌড়ে যে কিছু ছিল, সমুদায় দ্রব্য সামগ্রী নৌকাযোগে ঐ নুতন বাটতে লইয়া গেলেন। এবং শুভক্ষণে পরিজন লোক সমেত গৃহ প্রবেশ করিয়া মনের সুখে রছিলেন কোন উপদ্রবের ভাবনা রছিল না। শ্ৰীহরি জানকীবল্লভ ও শিবাননা কাননগো এই তিন