পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২১৯ ] জন বাসা বাটতে থাকনের ন্যায় গৌড় রাজধানীতে রহিলেন আর সকলে ঐ নূতন বাটতে যাইয়া রহিল। এই প্রকারে ছয় সাত বৎসর হয়। পরে দিল্লীশ্বরের কর্ণগোচর হইল যে গৌড়ের মুবাদার দায়ুদ অনেক কাল অবধি কব দেয় না। এখান হইতে যে কেহ রাজস্ব আনীতে যায় তাহাকে মারিয়া ফেলে কি, কি করে তাহার কিছুই অন্বেষণ পাওয়া যায় না । বিস্তর সৈন্য ও ধন সংগ্ৰহ করিয়াছে। কর না দিয়া সেই স্থানের বাদশাহ হইতে এবং আপন নামে টাকা মুদ্রিত ' করিতে মানস করিয়াছে এই কথা শুনিবামাত্র বাদশাহ ক্রোধে হুতাশনের হায় জলিয়া উঠিলেন কাহার সাধ্য র্তাহার সন্মুখে যায় সকলের বিষয়কৰ্ম্ম করা ভার হইল। আকববেব তুল্য পরাক্রান্ত রাজা হিন্দুস্থানে কথন হয় নাই ও হবে না । বাদশাহের আজ্ঞানুসারে রাজা তোড়লমল দায়ুদেব শিবচ্ছেদন ও সমুদায় দ্রব্য দিল্লীতে প্রেরণের নিমিত্ত দুই লক্ষ সৈন্তের অধ্যক্ষ হইয়া মতাদন্তে হিন্দুস্থান হইতে বহির্গত হইল। ঐ সংবাদ দাযুদের দিল্লীস্থ উকীল পুৰ্ব্বে পাঠাইয়াছিল তাহতে তিনি ভীত হইয়া স্বীয় সমুদয় সৈন্ত পশ্চিমের পথে স্থানে ২ রাখিয়া তাহাদিগকে সাবধান করিয়া দিলেন যে কোন মতে বাদশাহের সৈন্তগণকে গঙ্গা পার হইতে না দেয় তোড়লমল গৌড় লক্ষ করিয়া আসিতে ২ দুই মাসে কাশীর নিকট পেীড়িয়া দেখিলেন যে সুবাদারের সৈন্ত গঙ্গাতীরে শিবির করিয়া রহিয়াছে। তাহাদিগকে দেখিয়া বাদশাহের সৈন্তাগণ কেহ সহসা নদীপরে যায় এমত সাহস করিতে পারি লেক না। কএক দিবস পরে সকলে একবার সসজ্জ হইয়া যে ২ পারে আগমনে উদ্যত তাহারা তীরে না আসিতে আসিতেই দায়ুদের সৈন্তেরা কামান মারিয়া নৌকা সমেত তাহাদিগকে ডুবাইয়া দেয়, উপরে কেত উঠতে পারে নাই। ঐ প্রকারে দিল্লীশ্বরের অনেক সৈন্ত মারা পড়িল । > (t