পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२8 ] গমন করিলেন। সাক্ষাৎ হইলে পর রাজারা অতিশয় সন্মান পুরঃসর দুই ভ্রাতাকে উত্তম খেলাত দিয়া সে দিবস বিদায় করিলেন। পর দিবস বিক্রমাদিত্যের সভাস্থ হইলে রাজার সমাদর পূর্বক তাহাদিগকে নিকটে বসাইয় জিজ্ঞাসা করিলেন, দায়ুদ কোথায় আপনার জানেন। তাহার উত্তর করিলেন না মহারাজ আমরা স্থির কহিতে পারি না যে তিনি কোথায় গিয়াছেন, কিন্তু শুনিয়াছি রাজমহলের পর্বতে আরোহণ করিয়াছেন, ইহা ব্যতীত আর কিছু জানি নাই। রাজার পুনৰ্ব্বার জিজ্ঞাসা করিলেন, তোমরা কাগজ পত্রের কিছু সন্ধান জান কি না। বিক্রমাদিত্য কহিলেন ই মহারাজ তিন মুবার পৃথক২ সমস্ত কাগজ আমাদিগের নিকটে আছে। আর যে ২ বিষয় আমরা অবগত আছি পশ্চাৎ প্রকাশ করিব। অগ্রে আপনারা যে অঙ্গীকার করিয়াছেন তাহ প্রতিপালন করুন। রাজারা কহিলেন তোমরা লিখন দ্বারা স্বীয় অভিলাষ প্রকাশ করিলে তদনুসাবে অবশু আজ্ঞা করা যাইবেক । - বিক্রমাদিত্যের দুই ভাই পত্রদ্বারা জানাইলেন যে বঙ্গদেশে গঙ্গ নদীর পূর্ব ও ব্রহ্মপুত্র নদীর পশ্চিম যশোহর নামে যে রাজ্য আছে তাহ আমাদিগের অধিকার ; আপনারা এ দেশে যাবৎ থাকিবেন ঐ রাজ্যে আমাদিগের কর্তৃত্ব ভার এবং খুড়া মহাশয়ের উপর পূর্বমত কাননগো দপ্তরের সমুদায় ভার থাকে এই আমাদিগের প্রার্থনা। রাজার ঐ দরখাস্ত গ্রাহ করিয়া প্রয়াগ হইতে জমিদারির শননা আনাইয় দিলেন এবং তাহাদিগকেই সকল কার্য্যের অধ্যক্ষ করিয়া তিনপ্রদেশে সুনিয়ম সকল সংস্থাপন করিতে গৌড় রাজধানী গমন করিলেন। মহারাজ বিক্রমাদিত্য ও শিবানন্দ কাননগো, দেশে কর আদায়ের রীতি প্রচার করিবার পূৰ্ব্বে রাজা বসন্ত রায়কে পুৰ্ব্ব দেশের রাজা করিয়া মহারাজ বসন্ত রায় এই উপাধি দিয়া যশোহরে পাঠাইলেন এবং