পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२७ ] পারিতোষিক দিয়া কহিলেন, তুমি শীঘ্ৰ যাইয়া দায়ুদকে লইয়া আইস, কোন মতে বিলম্ব করিও না, পুনৰ্ব্বার তোমাকে উত্তম পারিতোষিক দিব, আর তিনি আইলে, র্তাহারও ভাল হইবেক । নিৰ্ব্বোধ মাগুম খ সিংহের কথায় তুষ্ট হইয়া মহা আনন্দে পৰ্ব্বতে যাইয়া দায়ুদকে সমুদায় বিবরণ নিবেদন করিল। কপালের লিখন কে খণ্ডাইতে পারে, দায়ুদের নিয়ত কাল উপস্থিত সুতরাং নীচে আসিতে র্তাহার ইচ্ছা হইল । বেগম এ বিষয় জ্ঞাত হইয়া নবাবকে কৃতাঞ্জলি হইয়া নিবেদন করিলেন আপনি সহসা এমত কৰ্ম্ম কদাচ করিবেন না। সহসা কোন কৰ্ম্ম করিলে অবিবেচনা প্রযুক্ত হঠাৎ কোন বিপদ ঘটতে পারে। বিক্রমাদিত্য আপনকার অতি বিশ্বাসি পাত্র সে যদি এমত বুঝিত তবে কি কোন লোকদ্বার এ বিষয়ের সমাচার পাঠাইত না অবশুই পাঠাইত অথবা আপনার একজন আসিত। আপনি মূর্থ লোকের কথায় বিশ্বাস করিবেন না সে কি বুঝে ? দায়ুদ কহিলেন আমার নিতান্ত মন টানিতেছে, নীচে যাই, গেলে আমার স্থপ্রতুল হইবেক তাহার সন্দেহ নাই। বেগম নানা মতে নিযেধ করিলেন, নবাবের মৃত্যু উপস্থিত, তাহাতে কিছুই ফলোদয় হইল না বিধির লিখন কে খণ্ডাইতে পারে। তিনি স্ত্রীলোক কি করিতে পারেন, নিরুপায় হইয়া অদৃষ্টে নির্ভর করত তাহার পশ্চাতে ২ সপরিবারে রোদন করিতে২ পৰ্ব্বত হইতে রাজমহলে আসিয়া উপস্থিত হইলেন মাশুম খ! যাইয়া দাযুদের আগমন বার্তা ওমরায়ে সিংহকে কহিবামাত্র তিনি স্বীয় বশীভূত লোক দ্বারা দাযুদকে ধৃত করিয়া তৎক্ষণাৎ তাহার মস্তক ছেদন করত মুণ্ড রণপতাকার অগ্রভাগে সংলগ্ন করিয়া দিলেন, এবং প্রতি নগরে জয় ঘোষণা প্রচার করাইলেন । দায়ুদকে ঐন্ধপ দেখিয়া সকল সঙ্গিলোক কে কোথায় পলায়ন করিল বাদশাহের প্রেরিত রাজা তাহাদিগের অনুসন্ধান পাইলেন না । বেগম