পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२१ ] প্রথমতঃ বিষণ্ণবদনা থিদ্যমান ও অতি কাতর হইয়া চিত্রপুন্তলীর ন্যায় দণ্ডায়মান পরে শোকে কাতর হইয়া ধরাতলে পড়িয়া অশ্রুপূঞ্জলোচনে উচ্চৈঃস্বরে হে নাথ ২ কি করি কোথায় যাই কি হইবে এই প্রকারে রোদন করিতে লাগিলেন। সান্থনা করে এমত কেহ কাছে নাই বেগমের বিলাপে সকল লোক হায় ২ করিতে লাগিল । ওমরায়ে সিংহের এমত কঠিনান্তঃকরণও কোমল হইল তিনি ছল ২ অথিতে রোদন করিলেন। বিক্রমাদিত্য কাৰ্য্যাস্তরে সে দিবস রাজমহলে আসিয়াছিলেন । তিনি তথায় উপস্থিত হওত কেবল অতি শোকাবৃত হইলেন কোন উপায় নাই কি করিতে পারেন কেবল সিংহরাজের নিকট হইতে দাযুদের শরীর ভিক্ষা লইয়া লোক দ্বারা কবর দেওয়াইলেন । ওমরায়ে সিংহ বাদশাতের আজ্ঞামত বেগম ও আর ২ স্ত্রীলোকদিগকে পিঞ্জরে বদ্ধ করিয়া দাযুদের মুণ্ড সমেত প্রয়াগে বাদশাহের নিকট প্রেরণ করিলেন । রাজা বিক্রমাদিত্য কএক মাসের মধ্যে শীর তিন প্রদেশের সমুদায় কাগচ বাদসাহের অধীন রাজাদিগকে জ্ঞাত করাইয়া কৰ্ম্ম পবিত্যাগের মানসে তাহাদিগকে কহিলেন । অজ্ঞা হইলে আমি গুহে গমন করি {ড়া মহাশয় মহাশয়ুদিগের নিকট থাকেন । দায়ুদ অতি প্রিয় প্রভূ ছিলেন ঠাহাব বাজ্যে অন্যের অধীনে কর্তৃত্ব করিম কৰ্ম্ম কবি এমত ইচ্ছ। নাই কৰ্ম্ম আর করিব না। মহাশয়ের অনুগ্রহ পূর্বক আমাকে যে রাজ্য দলছেন তাহাই যথেষ্ট আর আবশ্বক নাই। মহাশয়ের যাবৎ এই দেশে গকিবেন খুড় মহাশয় কাননগো দপ্তরের কৰ্ম্ম করেন এই আমার প্রার্থনা । বাজারা বিক্রমাদিত্যের নিবেদন গ্রাহ করিয়া প্রয়াগ হইতে আজ্ঞাপত্র আনাইয়া দিলেন এবং সকলে সৃষ্ট হইয় তাহাকে যশোহরে পাঠাইলন। রাজা বিক্রমাদিত্য গমন কালে গৌড়ে অবশিষ্ট যে কিছু বহুমূল্য প্রস্থলাদি ছিল সকল সঙ্গে লইয়া গেলেন । শুভক্ষণে তথায় উপস্থিত হইয়া