পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २२४ [ ঘাটে বাস্থ্যধ্বনি করিতে আজ্ঞা করিলেন। সকল যঞ্জিরা স্ব২যন্ত্রে তালে মনে বাস্ত আরম্ভ করিল এবং সহচর সৈন্তগণ বন্দুকের শব্দে সকলকে বধির করিল। ঐ সমস্ত ব্যাপারে প্রথমতঃ নগরবাসি লোকেরা চমকিত হইল পরে তদন্ত জানিয়া মহাহর্ষে রাজবাটীতে সংবাদ দিল। রাজা বসন্ত রায় হর্ষে পুলকিত হইয়া সকল মন্ত্রিগণ সহ নদী তটে উপস্থিত হইয়া বিক্রমাদিত্যকে চতুষ্ঠোলে আরোহণ করাইয় পুরী মধ্যে লইয়া গেলেন । তথায় প্রবেশের সময়ে কুলবধূর আসিয়া বিবিধ প্রকার মঙ্গলাচরণ করিল রাজা বসন্ত রায় দীন দরিদ্রদিগকে ধন বিতরণ করিতে ভৃত্যবর্গকে অমুমতি করিয়া কহিয়াদিলেন দেখ সকলে যেন তুষ্ট হইয়া যায়, আর কেহ পাইলাম না এই কথা না বলে। এই আজ্ঞা পাইবামাত্র সকল ভূত্যেরা ধন দান করিতে প্রবৃন্ত হইয়া এক দণ্ডের মধ্যে লক্ষ মুদ্র বিতরণ করিল। রাজা বিক্রমাদিত্য সকল দেবালয়ে যাগ যজ্ঞ পূজা ও প্রতিদিন । সহস্র ব্রাহ্মণ ভোজন ইত্যাদি মহামহোৎসবে যশোহরে বাস করিতে লাগিলেন। রাজা বসন্ত রায় রাজকৰ্ম্মের ও আর২ সকল কাৰ্য্যের অধ্যক্ষ হই। থাকিলেন। মহারাজ বিক্রমাদিত্য ভ্রাতার অনুমতি ব্যতিরেকে কিছুই করেন ন, বাদশাহের নিকট কর প্রেরণার্থ দিল্লীতে একজন উকীল নিযুক্ত করিয়া পাঠাইলেন। প্রজা সকল, রাজা বসন্ত রায় অতি শান্তমতি মুপ্রিকৃতি এবং মহারাজার অনুগত আমাদিগের প্রতি কোন অত্যাচার নাই, এই মতে মহামুখে কাল যাপন করিত । রাজা বসন্ত রায় এক দিবস মহারাজ বিক্রমাদিত্যের সন্মুখে কৃতাঞ্জলি হইয়া নিবেদন করিলেন মহাশয় অবধান করুন আমরা এস্থানে সকল বিষয়েই মুখী আছি, কেবল এক দুঃখ এই যে আমাদিগের জ্ঞান্তি কুটুম্ব কেহ এখানে নাই, অমুমতি হইলে বাকল ও অন্যান্ত স্থান হইতে স্বশ্রেণীয় কায়স্থগণকে পরিবার সহিত আনাইয়া যশোহরে বাস