পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७० J মহারাজ প্রত্যেক গ্রামে বালকদিগের বিদ্যাভ্যাসের নিমিত্ত চতুপাঠ ও পাঠশালা স্থাপনা করিয়া উপযুক্ত অধ্যাপক ও শিক্ষক নিযুক্ত করিয়াছিলেন, রাজার এইরূপ যত্নে সকল লোকেই প্রায় বিদ্বান হইয়াছিল। মহারাজ বিক্রমাদিত্য সকলকে পরিতুষ্ট রাখিয়া প্রতিপালন করিতেন এবং মাসে২ সকলকেই পরিবারের ভরণ পোষণার্থ উপযুক্ত মত কিঞ্চিৎ২ টাকা দিতেন, যেন কেহ দুঃখ না পায়। রাজা বিক্রমাদিত্য নিজ অধিকার মধ্যে স্থানে২ দেবালয় সংস্থাপন করিয়া তাহার নিকটে অতিথি অভ্যাগতদিগের উত্তরণ স্থান নির্দিষ্ট করিয়া তথায় তাহাদিগকে ভোজ্য দ্রব্য প্রদানার্থ অধ্যক্ষ নিযুক্ত করিয়াছিলেন, পান্থ ব্যক্তির পথিশ্রান্ত হইয়া তথায় উপস্থিত হইবামাত্র পাদোদকাদি পাইয়া শ্রান্তি দূর করিত, পরে আহারাদি করিয়া পরম সুখে বিশ্রাম করিত। মহারাজের সন্তান না হওয়াতে, সকলেই ক্ষোভিত, রাজা নানা প্রকার দৈব কৰ্ম্ম করিয়া পরিশেষে পুত্রেষ্টি যাগ আরম্ভ করিলেন, যজ্ঞ সমাপ্ত হইলে রাজ্ঞীর গৰ্ত্তসঞ্চার হইল। ক্রমে২ নবম মাস অতীত হইয়া দশম মাসে প্রসব কালে রাজা জ্যোতিঃশাস্ত্র বিশারদগণকে আহবান করিয়া সময় নিরীক্ষণে রহিলেন। কাৰ্ত্তিকের দ্যায় পরম রমনীয় এক কুমার ভূমিষ্ট হইল। রাজা সন্তান মুখ সন্দর্শনে হৃষ্টচিত্ত হইয়া সকল যস্ক্রিকে স্ব২ যন্ত্রে বাদ্য করিতে ও দরিদ্রদিগকে যাহাতে তাহাদিগের পরিতোষ হয় এমত সামগ্ৰী দান দিতে আদেশ করিলেন । পরে জৌতিষিক পণ্ডিতদিগকে অনুমতি করিলেন যে আপনার জ্যোতিগ্রন্থের মৰ্ম্মানুসারে কুমারের জন্ম কালীন গ্ৰহগণের গতি দেখিয়া শুভাশুভ ফল বিশেষরূপে বিবেচনা করিয়া আমাকে শ্রবণ করাউন ; পণ্ডিতেরা সকলে নানা গ্রন্থ লইয়া রাজকুমাবের জন্মলগ্ন স্থির করত তদীয় ফল অবগত হইয়। রাজাকে কহিলেন, মহারাঙ্গ আপনকার পুত্র যে লগ্নে জন্মিয়াছেন তাহতে তিনি সুলক্ষণাক্রান্ত হইয়া