পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७8 ] সম্ভবে না, আর তোমার এখানে থাকা উত্তম বটে কিন্তু না থাকিলেও কোন ক্ষতি নাই। শুনা যাইতেছে যে সে স্থানে অনেক বিপক্ষ হইছে। আপনার একজন তথায় না থাকা অনুচিত, অন্ত লোকের প্রতি আমার বিশ্বাস জন্মে না। অতএব তুমি শুভক্ষণে যাত্রা করহ কোনমতে কালবিলম্ব করিও না । প্রতাপাদিত্য তৎক্ষণাৎ পিতৃ আজ্ঞায় সন্মত হইয়া মনে ২ বিবে: চনা করিলেন যে ইহা কেবল পিতৃব্য মহাশয়ের শঠতাক্রমে হইয়াছে যাগ হউক ইহার প্রতিফল র্তাহাকে না দিলে মনের মালিন্ত দূর হইবেক না। পর দিবস প্রাতে রাজা বসন্তরায় প্রধান প্রধান জ্যোতিঃ শাস্ত্রজ্ঞ পণ্ডিত দিগের সহিত বিবেচনা পূর্বক ধাত্রিক দিন স্থির করিয়া নিরূপিত দিবস শুভলগ্নে রাজকুমারকে যাত্রা করাইয়া দিল্লীতে প্রেরণ করিলেন । তাঙ্গার সহিত অনুচর প্রভৃতি অনেক লোক গমন করিল। রাজা রসন্তরায় স্বয়ং পদ্মাবতী নদীর নিকট পর্য্যন্ত রাজকুমারের সহিত যাইয়া অতি শোকাকুব হইয় প্রত্যাগমন করিলেন। প্রতাপাদিত্য চারি মাসে দিল্লীতে উপস্থিত হইয়া উকীলেরা পূৰ্ব্বে রাজকুমারের আগমনবার্তা পাইয়া যে এক উত্তম অট্টালিকা তাহার বাসের নিমিত্ত স্থির করিয়া রাখিয়ছিল তাহাতে অবস্থিতি করিলেন, পরে নানা প্রকার উপঢৌকন প্রদান পূর্বক বাদসাহের সহিত সাক্ষাৎ করিয়া তাহার নিকট প্রতিদিন যাতায়াত করিতে লাগিলেন। এইরূপে কিছু দিন গত হইল। দৈবের ঘটনা কে খণ্ডাইতে পারে, প্রতাপাদিত্য মনে মনে বিবেচনা করিলেন যে রাজা বসন্তরায় শক্রত করিয়া আমাকে বিদেশে প্রেরণ করিয়াছেন তাহতেই সৰ্ব্বদা অন্তবে রাগাম্বিত হইয়া অনুক্ষণ কেবল প্রত্যপকারের কারণ অন্বেষণ করিতে থাকেন বাদসাহের নিকট প্রতি দিন যাতায়াত করেন ; অপর সাধারণ সকলেরি সহিত বিশেষ আলাপ হইয়াছিল কিন্তু বাদসাহের সমীপে