পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૨૭t ] বিশেষ পরিচিত হয়েন নাই কেবল নাম মাত্র পরিচিত ছিলেন । এক দিবস বাদসাহের বাটতে অপূৰ্ব্ব সভা হয় তাহাতে বিশিষ্ট সন্ত্রাস্ত সকল লোকের আগমন হইয়াছিল বিশেষতঃ ধনী, মানী, রাজা, পণ্ডিত এবং সংকবি প্রভৃতি সকলে তথায় উপস্থিত হইয়াছিলেন, রাজা প্রতাপাদিত্য ঐ সভায় গমন করেন। সকলে স্ব ২ উপযুক্ত স্থানে উপবিষ্ট আছেন এমত সময়ে বাদসহ তথায় উপস্থিত হইলেন । আকবর বাদসাহ অতি বিদ্বান সুকবি ছিলেন তিনি সভায় আসিবামাত্র এক সমস্ত । “জজ্ঞাসা করিলেন কবি লোকেরা সকলে এ কিরূপ সমস্ত ইহার পূরণ কি প্রকারে করিব এইরূপ চিন্তা করিতে লাগিলেন। কেহ ২ পূরণ করিয়া বাদসহিকে শুনাইলেন কিন্তু কিছুই তাহার মনোগত হুইল ন, পরে প্রতাপাদিত্য সমস্ত পূরণ করিয়া সমীপস্থ হওত বীতিপূৰ্ব্বক সেলাম করিয়া বাদসহিকে নিবেদন করিলেন দৈবক্রমে তাঙ্গর সমস্ত পূর্ণ বাদসাহের মনোনীত হইল। আকবর বাদসহ তাহার প্রতি সন্তুষ্ট হইয়া উজীরকে জিজ্ঞাসা করিলেন এ ব্যক্তি কে ? উজীর সবিশেষ কহিয়া বাদসাহের সহিত রাজা প্রতাপাদিত্যকে আলাপ করাইয়া দিলেন । এব• বাদসাহের আজ্ঞানুসারে সুপরিচ্ছদ পারিতোষিক দিয়া তাতাকে সম্রাস্তু করিলেন । প্রতাপাদিত্য বাদসাহের নিকট পরিচিত হইয়া মনে ২ স্তির করিলেন যে কোন ক্রমে পিতার রাজ্য স্বনামে লেখাইয়া বাদসাহের আজ্ঞাপত্ৰ লইয়া দেশে যাইতে পারিলে মনোগত কাৰ্য্য সিদ্ধ হইতে পারে অতএব আমার ইহ অবত কর্তব্য ইহা স্থির করিয়া তথায় যে প্রধান উকীল অনেক দিবস'বধি ছিল তাহাকে স্বদেশে প্রেরণ করিলেন এবং বাদসাহের প্রাপ্য কর প্রেরণার্থে বাটতে পুনঃ ২ পত্র লিখিতে লাগিলেন বাট হইতে যে রাজস্থ כאב