পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७७ ] আইসে তাহার এক কড়াও বাদসাহের ভাণ্ডারে দেন না কোষাধ্যক্ষ রাজস্ব চাহিলে প্রতারণা পূৰ্ব্বক প্রবোধবাক্যে তাহাকে তুষ্ট করিয়া রাখেন, প্রতাপাদিত্যকে সকলে মান্তমান করেন কেহই এ বিষয়ের কোন কথা বাদসান্তকে জানান না। তিন বৎসর গত হইলে পর বঙ্গদেশের রাজস্ব আদায় ন হওনের কথা বাদসাহের কর্ণগোচর হইল । রাজা প্রতাপাদিত্য বাদসাহের নিকট দরখাস্ত দ্বারা নিবেদন জানাইলেন যে মফঃস্বলে রাজা বসন্তরায় কর্তা তিনি দুষ্টতা করিয়া কর প্রেরণ করেন ন। আমি কি করিতে পারি। ইহাতে বাদসহ রাগান্বিত হইয়া উজীরকে আদেশ করিলেন যে একজন মনসফদার যাইয়া বিক্রমাদিত্যকে দূর কবিয় তৎপদে অন্য কোন ব্যক্তিকে নিযুক্ত করিয়া আইসে। ইহা শুনিয়া প্রতাপদিত্য বাদসাহের নিকট পুনঃ এক দরখাস্ত করিলেন যে এ অধীনকে যদি ঐ রাজ্যের ভার সমর্পণ করেন আর তাহার আজ্ঞাপত্র যদি এখানে দেন তবে অধীন কোন লোকের নিকট ঋণ করিয়া তিন বৎসরের কর এককালে দিয়া দেশে গমন করে। বাদসহ প্রতাপাদিত্যের দরখাস্তে সন্মত হইয় তাহাকে যশোহর রাজ্যের ভার প্রদান পূৰ্ব্বক তাহার আজ্ঞাপত্র অপর্ণ করিলেন। রাজা প্রতাপাদিত্য তদণ্ডে তিন বৎসরের সঞ্চিত রাজস্ব বাদসাহের নিকট উপস্থিত করাতে তিনি অতিশয় তুষ্ট হইয় তাহ হইতে পাচ লক্ষ টাকা তাহাকে প্রত্যপণ করিলেন এবং নানাবিধ পরিচ্ছদ দিয় সন্ত্রান্ত করত যশোহরে পাঠাইলেন । রাজা প্রতাপাদিত্য তথায় উকীল নিযুক্ত করিয়া বাইস হাজার সৈন্ত সহ হিন্দুস্থান হইতে বহির্গত হইয়া ডস্কা করিতে ২ যশোহরে আগমন করিলেন। তিন চারি মাসে বঙ্গদেশে উপস্থিত হইয়া যশোহরের নিকট পোহছিয়া কোষ অবরোধ করিলেন এবং পুরী মধ্যে না প্রবেশিয়া নগরান্তে স্থিতি করিয়া রছিলেন। পিত্ত,মাত, খুড় প্রভৃতি কোন গুরুজনের সহিত