পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৩৮ ] অঙ্গে হস্তস্পর্শ করিতে ২ কহিলেন বৎস তোমার লজ্জা বা ভয় কি ? মাছ তুমি করিয়াছ তাহাই আমাদিগের সন্মত ; আমরা তোমার দুর্জনতা গণন করিব না এইরূপ সাত্ত্বনাবাক্যে প্রতাপাদিত্য বাদসাহের আজ্ঞাপত্র পিতার হস্তে অর্পণ করিলেন। রাজা বসন্তরায় তাহ পাঠ করিয়া প্রতাপাদিত্যের মুখ চুম্বন করিয়া কহিলেন তুমি কি কারণে লজ্জিত হইতেছ ইহাতে লজ্জার কৰ্ম্ম নহে রাজলক্ষ্মী স্বভাবতঃ চঞ্চল চিরকাল একজনের নিকট থাকেন না; দেখ মান্ধাতা, সগর, ভরত প্রভৃতি সকলে রাজ্যেশ্বর হইয়া পৃথিবী পালন করিয়াছিলেন র্তাহার এক্ষণে কে কোথায় আছেন ? সন্তান রাজা হইবে এ অতি ভাগ্যের কথা ইহাতে আমাদের কোন ক্ষোভ নাই বরং আহ্লাদ আছে;তুমি আইস রাজ্য করহ আমরা রাজার পিতা পিতৃব্য হইয় নিরুদ্বেগে পরম মুখে ইষ্ট দেবতার চিন্তা করত কালযাপন করি। এইরূপ কহিয়া দুই জনে রাজা প্রতাপাদিত্যের দুই হাত ধরিয়া তাহাকে পুর মধ্যে লইয়া গেলেন। পরে রাজা বসন্তরায় পূৰ্ব্ববৎ সমস্ত রাজকৰ্ম্ম করিতে লাগিলেন। প্রতাপাদিত্য কেবল নামমাত্র রাজা হইয়া রছিলেন। মহারাজ বিক্রমাদিত্য মনে ২ বিবেচনা করিলেন যে পুত্র অতি দুৰ্জ্জন, কনিষ্ঠ ভ্রাতাও তদনুরূপ শিষ্ট এবং আমার শেষাবস্থা, এই সময় সকল বিষয়ের একটা নির্ধারণ করিয়া রাখিলেই ভাল হয় নতুবা পরে কলহ ভূইয়া আত্মবিচ্ছেদ হইবার সম্ভাবনা সুতরাং আমি থাকিতে থাকিতেই অংশের নিষ্পত্তি করিয়া দেওয়া উচিত ইহা স্থির করিয়া এক দিন প্রতাপদিত্যকে ডাকাইয়া কহিলেন বৎস আমার শেষ দশা উপস্থিত আমি তোমার পিতৃব্যের সস্তানদিগকে যেরূপ প্রতিপালন করিয়া আসিতেছি আমি অবর্তমানে তোমার সেইরূপ প্রতিপালন করা আবগুক অতএব জিজ্ঞাসা করি আমার পরে সুমি কি তাহাদিগকে স্ববশে রাখিতে পারিব ?