পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৩৯ ] প্রতাপাদিত্য করপুটে নিবেদন করিলেন মহারাজ আপনি থাকিয়া ইহার একটা নিষ্পত্তি করিয়া রাখেন, নতুবা পরে মহা বিষম হইবে। মহারাজ রাজা বসন্তরায়কে সমুদায় বৃত্তান্ত সবিশেষ জ্ঞাত করাইয়া সকল বিষয়ে দশ আনা ছয় আনা বিভাগের কাগজ পত্র লেখাইয়া আপন নিকট রাখিলেন। ক্রমশঃ সকলের সন্তান সন্ততি বৃদ্ধি হইতে লাগিল সুতরাং বৃহৎ গোষ্ঠী হইলেন। একদিন রাজা প্রতাপাদিত্য র্তাহার পিতাকে নিবেদন করিলেন যে আমার ইচ্ছা হয় আর একখান। পুরী নিৰ্ম্মাণ করি, কারণ এস্থানে কিছু- , কাল পরে বাসের অতি কষ্ট হইবেক, মহাশয়ের অনুমতি হইলে তাহাতে প্রবৃত্ত হই । মহারাজ আনন্দিত হইয়া কহিলেন ইহ সৎ পরামর্শ বটে, কিন্তু তোমার খুড়া মহাশয়ের মতাম্ববর্তী হইয়া তোমরা দুই জনে তাহার স্থান নিরূপণ করহ। যশোহরের দক্ষিণ পশ্চিম ভাগে ধূমঘাট নামক স্থান, প্রতাপাদিত্যের মনোনীত হইল তথায় তিনি হাট বাজার সমেত এক অপূৰ্ব্ব পুরী নিৰ্ম্মাণ করাইলেন। তাহার স্থাপিত অতিথিশালায় অদ্যপি অতিথিগণ আসিয়া অবস্থিতি করে । পুণী প্রস্তুত হওন কালে মহারাজ বিক্রমাদিত্যের মৃত্যু হয়, তিনি পুত্রকে নূতন পুরীতে প্রবেশ করিতে, কি রাজ্যে অভিষিক্ত হইতে দেখেন নাই। সঙ্গতি অনুসারে মহারাজের শ্রাদ্ধাদি ক্রিয়া সমাপন করিয়া প্রতাপাদিত্য পিতৃব্যের নিকট জানাইলেন মহাশয় এক্ষণে আমাকে নূতন বাট গমনে অনুমতি করুন আর আপনি তথায় যাইয়া এ দাসকে রাজ্যে প্রতিষ্ঠিত করুন। রাজা বসন্তরায় বিবেচন। করিলেন যে এক্ষণে দাদা মহাশয়ের কাল হইয়াছে আর এব্যক্তি অতিশয় হুদাস্ত, অতএব সম্প্রতি অন্তর হইয়া থাকা উচিত, ইহা বিবেচনা করিয়া কহিলেন বৎস আমি এক্ষণে তাহার উদ্যোগ করি, তুমি কিছুদিন স্থির হও ঐ বিষয়ে বিশেষ সমারোহ করিব এমত মানস আছে, কিরূপ কৰ্ত্তব্য মন্ত্রিদিগের সহিত ইহার পরামর্শ করা যাউক ।