পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8> ] এইবামাত্র পরিচারকের পাদোদক দিয়া তাহদের শান্তিদূর করিত, পরে তাহার বাসায় যাইয়া স্নান পূজা ভোজন করিয়া উত্তম২ খটোপরি দুগ্ধফেননভশয্যায় শয়ন করত সদ সদানন্দে থাকিত ; স্ত্রীপুত্রদিগকে কাহারও স্মরণ হইত না। রাজা বসন্ত রায় কৰ্ম্মের পূৰ্ব্ব দিন রাত্রিকালে প্রতাপাদিত্যের অধিবাস ক্রিয়া আচার মত নিৰ্ব্বাহ করিলেন । রাত্রি শেষে যক্তিগণ স্ব২ যন্ত্রে দ্বারে২ বাদ্য করিতে লাগিল তাহাতেই সকল লোক রাত্রির অবসান জানিয়া গাত্ৰোখান পূৰ্ব্বক প্ৰাত:কৃত্য সমাপন করিয়া সভায় উপস্থিত হইলেন। স্ব২ ক্রিয়ার অভিনয় দ্বাবা নৰ্ত্তক নৰ্ত্তকীগণ সভার একদেশে থাকিয় সকলের মনোরঞ্জন কবিতে লাগিল । সমস্ত -জনগণ আনন্দ সাগরে মগ্ন আছেন এমত সময়ে যশোহব পুরীর সমস্ত নারীগণ বল্লালঙ্কারে বিভূষিত হইয়া কেহ বা পীতাম্বর কেত বা নীলাম্বর কেহ - পট বস্ত্র কেহ বা শুভ্ৰ সূক্ষ্ম স্বত্র বস্ত্র পবিধান কবিয়া পূমঘাটে আগমন কবিল। সৰ্ব্বাগ্রে শুভক্ষণে বাজা রাণীব সঠিত এক চতুৰ্দ্দোলে আরূঢ় ঠইয়া নুতন পুরী প্রবেশ করিলেন পরে রাজবাটীব প্রাচীনেবা নবীন বালিকাদিগকে সঙ্গে লইয়া পালকীতে গমন করিলেন। রাজ্ঞীর পুরিতে প্রবেশ করিয়া দাসীদিগকে আদেশ করিলেন যে তোমরা এক্ষণে দীন দরিদ্রদিগেব নারীগণকে উত্তম ১ শংখ শাটী বিতরণ ই বহ । তাহার রাজ্ঞীদিগের অনুমতি পাইয় অবিরত দান করিতে লাগিল । এইরূপ মহা মহোৎসবে শুভলগ্নে দ্বিজবরের রাজা প্রতাপাদিত্যকে অভিষেক কবিস রত্নসিংহাসনে বসাইলেন, ও রাজ্ঞী মহিষী হইয় তাহার বামে সিলেন । পরিচারকেরা ছত্র ধারণ চামর ব্যজন করিতে লাগিল । ঠাকুর তর্ক পঞ্চানন ভট্টাচাৰ্য্য রাজার মস্তক মুকুটে ভূষিত করিয়া হস্তে রাজদণ্ড প্রদান করিবামাত্র জয়ই ধ্বনিতে গগনমণ্ডল এককালে পরিপূর্ণ হইল। শ্রপতিরা ক্রমে ক্রমে যৌতুক প্রদান পূৰ্ব্বক পরিচিত হইতে লাগিলেন,