পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8२ ] তদনন্তর আর২ প্রধান লোক সকলে যৌতুক প্রদানচ্ছলে রাজার সহিত আলাপ করিলেন। এইরূপ কুটুম্ব অন্তরঙ্গ বন্ধুবান্ধব সকলেই করিল, পরিশেষে প্রধান২ কৰ্ম্মচারি ও ভূত্যের করপুটে স্ব২ নিরূপিত স্থানে দণ্ডায়মান হইলে রাজা সকলকেই প্রণয় সম্ভাষণে সন্তুষ্ট করিয়া ব্রাহ্মণ সভা গমন পূর্বক পণ্ডিতগণকে ও অন্যান্য ব্রাহ্মণদিগকে যথেষ্ট সমাদরে বাসা পাঠাইলেন। পরে স্ব২ শ্রেণীয়দিগের সভায় যাইয়া পিতৃব্য মহাশয়কে দওবৎ ভূমিতে পতিত হইয়া প্রণাম করিলেন, তিনি যুবরাজকে ক্রোডে বসাইয়া সমাদর করিলেন । রাজা প্রতাপাদিত্য বিনীত হইয়া সকলের সহিত শিষ্টালাপ করিয়া অন্তঃপুরে প্রবেশ করিলেন। নারীগণ রাজাকে লইয়া রাণীর দক্ষিণে শিলায় দণ্ডায়মান করিয়া দুষ্ট জনকে বরণ প্রভৃতি নারীব্যবহার্য্য মঙ্গলাচার করিয়া গৃহের মধ্যে মনোহন আসনে প্রসাইলেন, পরে সমস্ত সীমস্তিনী একত্র হইয় তাহাদিগকে মঙ্গল আরতি করিয়া যৌতুক দিতে লাগিলেন । রাজা ও মহিষী সকলকে যথ বিহিত প্রণামাদি করিয়া তাহাদিগের সন্মান রক্ষা করিলেন। রাজ বসন্ত রায় বরাহত প্রভৃতি সমস্ত অপর সাধারণ লোককে অতি যত্ন পূৰ্ব্বক চৰ্ব্ব্য চোষ্য লেহ পেয় দ্রব্য ভোজন করাইয়া প্রত্যেককে এক বৎসরের ভবণ পোষণের উপযুক্ত টাকা দিয়া বিদায় করিলেন, পরে যথেষ্ট সন্মান পূৰ্ব্বর ভূপতি এবং পণ্ডিত ও আর২ ব্রাহ্মণগণকে উপযুক্ত ধন দিয়া বিদায় কবি লেন, কায়স্থদিগের এক দিবস পংক্তি ভোজন হইলে তাহারা পংত্তি ভোজের পৃথক২ বিদায় পাইয়া স্ব২ বাট গমন করিল। সকলকে পরিতু করিয়া বিদায় করণের পর এক মাস পর্য্যন্ত যশোহর নগরবাসী লোকেব ধূমঘাটে অবস্থিতি করিল পরে তাহার স্ব২ স্থানে গমন করে। এইরূী মহাসমারোহে রাজা প্রতাপাদিত্যের রাজ্যভিষেক ক্রিয়া সম্পন্ন হয়। প্রতাপাদিত্য রাজা হইয়া বঙ্গভূমি অধিকার করত কিয়ৎকাল পরমমুt