পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २88 ] অদ্য সেই স্থানে এক আশ্চৰ্য্য কৰ্ম্ম হইয়াছে, রাখাল বালকের ঐ মাঠে গরু ছাড়িয়া দিয়া প্রত্যহ ক্রীড়া করে ঐ স্থানে এক ঢিপী আছে তাহার উপর অদ্য পুষ্প দিয়া এক কালী নিরূপিত করত ঐ বালকদিগের মধ্যে কেহ কৰ্ম্মকৰ্ত্তা কেহ পুরোহিত কেহ বা ছাগ হইয়াছিল। একজন এক গাছ হোগলা আনিয়া খড়গ করিয়া ছাগরূপী বালককে বলিদানে উদ্যত হওত তাহার গলদেশে ঐ খড়গ দ্বারা প্রহার করিবমাত্র সেই বালকের মস্তক দেহ হইতে ভিন্ন হইয়া অন্ত স্থানে পতিত হইল তাহার গলদেশ হইতে রক্তপ্রবাহ নির্গত হইতে লাগিল, তাহ দেখিয়া সকল বালক ভয়ে পলায়ন করিল, পরে তাহার মাতা পিত। অামাকে জ্ঞাত করাতে আমি সেই সকল বালককে আনাইয়া জিজ্ঞাসা করাতে তাহারা সেইরূপ কহিল এবং সেই শরু, তথায় পতিত আছে। রাজা খোজার কথা শ্রবণ মাত্র বিস্মিত হইয়া সমস্ত সভাস্থ সহ স্বং যানে তথায় গমন করিলেন এবং দেখিলেন, সেই স্থানে বিবিধ প্রকার পুপ ও রক্ত মিশ্রিত তাহাদিগের খড়গ পতিত আছে, আর মৃত বালকের দেড় কোন বৈলক্ষণ্য জন্মে নাই, তাহার শরীর জীবিত শরীরের দ্যায় ঐ শব স্ফীত কি পচিয়া দুৰ্গন্ধ কিছুই হয় নাই, কেবল গলা কাট মাত্র। রাখাল বালক দিগের নিকট সমুদায় সবিশেষ বৃত্তান্ত জ্ঞাত হইলেন, কিন্ত কিছুই নিশ্চয় করিতে না পারিয়া এক সিন্ধুকে ঐ শব রাখিয় তাহার চাবী আপনাব কাছে রাথিলেন এবং সকলকে কহিলেন ইহার বিচার কল্য প্রাতে হইবে অদ্য তোমরা সকলে গমন কর। সকলে স্ব স্ব স্থানে গমন করিলে রাজা রাত্রে কালে বহিদ্বারে আসিয়া ঐ দ্বারপালের নিকট অবস্থিতি করিলেন, পরে নিশীথ সময়ে দেখিলেন যে একটা জ্যোতিঃ গগনমণ্ডল হইতে ঐ বনে পতিত হইয়া ক্রমশঃ বৃদ্ধি পাওত প্রলয়ানলের দ্যায় হইয়া উঠিল। সাহসিক রাজা খোজাকে