পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २8१ ] করি, তাহাতে আমি ছাগ নিরূপিত হই, অন্তেরা আমাকে বলি প্রদানার্থ রান করাইয়া শয়ন করায় এই মাত্র জানি, পরে পিতা ডাকিলে মাতার ক্রোড় হইতে উঠিয়া আসিলাম আর কিছু জানি না। রাজা তাহাকে বস্ত্র অলঙ্কারে ভূষিত করিয়া বিদায় করিলেন । এবং ভূতাদিগকে আদেশ করিলেন যে তোমরা যাইয়া সেই ঢিপী খনন কর আমি তথায় যাইতেছি, তাহারা আজ্ঞামাত্র সসজ্জ হইয়া সেই স্থান খনন করিতে লাগিল এক প্রস্তরময়ী মূৰ্ত্তি গলদেশ পর্য্যন্ত প্রকাশিত হইলে, আকাশবাণী হইল আর খনন করিওনা, তৎশ্রবণে রাজা সকলকে খননে ক্ষান্ত করিয়া ঐ মুণ্ডের চতুৰ্দ্দিগ বেষ্টিত এক মন্দির প্রস্তুত করিলেন। ঐ দেবী প্রথমে দক্ষিণমুখী ছিলেন রাজার ছদশার সময়ে পশ্চিমমুখী হন। দিল্লীশ্বর আকবর বাদসাহের লোকাস্তর প্রাপ্তি হইলে তৎপুত্র জাহাঙ্গীর শাহ বাদসাহ হয়েন। তৎকালে এই প্রথা ছিল যে যখন যে দিল্লীতে বাদসহ হইতেন তাহাকে হিন্দুস্থানের রাজার এক২ পরম সুন্দরী কন্য উপটৌকন দিতেন বাদসাহ যাহাকে মনোনীত করিতেন সেই খাশবেগম হইত বাদসহ তাহার সহিত সিংহাসনে আরোহণ করিয়া রাজ্য করিতেন । জাহাঙ্গীরের সিংহাসন আরোহণ কালে হিন্দুস্থানের রাজারা তাহাকে এক২ কন্যা উপঢৌকন প্রদান করেন; তাহার মধ্যে রাজা প্রতাপাদিত্য কর্তৃক প্রদত্ত কন্যা ও চিতোরের রাজার দত্ত কস্তাকে বাদসাহ মনোনীত করেন । তাহাতে ঐ দুই কন্যা পরস্পর বিবাদ উপস্থিত করে। চিতোরের রাজার কন্ত কহিলেক, আমি রাজার পোষ্যপুত্রী আমার পিতা চিতোরের রাজা তাহার তুল্য হিন্দুস্থানে দাতা ও সন্ত্রাস্ত রাজা কে আছে ? অতএব আমার সহিত বাদসাহের অভিষেক হইবেক । রাজা প্রতাপাদিত্যের পুত্ৰী কহিলেন আমার পিতা বঙ্গদেশের রাজা তাহার তুল্য বিস্তাবান, দয়ালু, ঘাত