পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ S G o ] দিত্যের গুণপ্রশংসা শুনিয়া তৎ কর্তৃক প্রদত্ত কন্যাকে থাশবেগম করিলেন। রাজা প্রতাপাদিত্য বহুকালে প্রচুর সৈন্ত ক্রমে২ সংগ্ৰহ প্রথমতঃ সকল ভূম্যধিকারিকে অর্থাৎ ভূইয়াদিগকে রণে পরাভব করত বশীভূত করিতে মানস করিলেন, এবং মনে২ স্থির করিলেন, এক্ষণে খুড় মহাশয় বর্তমান আছেন, একচ্ছত্রী কিরূপে হই তাহার কোনই সম্ভাবন। দেখি না, যাহা হউক ; পরে বিবেচনা করা যাইবেক কিন্তু এক্ষণে দিল্লীতে কর প্রদান না করাই শ্রেয়ঃ ইহা স্থির করিয়া পঞ্চবিংশতি সহস্ৰ সৈন্তের অধিপতি কমল খোজাকে আহবান করিয়া আজ্ঞা করিলেন, তুমি তাবৎ সৈীসহ স্থলজ হও; আমি স্বয়ং সমরে গমন করিব । কমল খোজ আজ্ঞামাত্র সমর সাগরে সন্তরণার্থ সুসজ্জিত হইল। বাজ স্বয়ং সেনাপতি হইয়া প্রথমে রাজমহল গমন করিলেন, তথাকার নবাব রণে পরাজিত হইয়া ঢাকার কেল্লায় পলয়ন করত আত্মরক্ষা করিলেন রাজা রাজমহল লুঠে দশ কোটি টাকা প্রাপ্ত হইয়াছিলেন। তিনি উত্তরক্তর সকল স্থান জয় করিয়া পাটলীপুত্র অর্থাৎ পাটনা পৰ্য্যন্ত হস্তগত করিয়া এবং অধিকৃত দেশে নিরুদ্বেগে প্রভুত্ব করত দিল্লীতে কর প্রের রহিত করিয়াছিলেন। পরে কেদারনাথ রায় প্রভৃতি জমিদারদিগকে নিপাত করিয়া তাহাদিগের অধিকার সকল গ্রহণ করত সৰ্ব্বত্র স্বীয়২ লোক দিগকে নিযুক্ত করেন। তাহারা নিয়মিত কর আদায় করিতে লাগিল। বাকলার জমিদার রামচন্দ্র রায় স্বদেশ পরিত্যাগ পূর্বক দেশান্ত পলায়ন করিয়াছিলেন, সুতরাং তাহার বিষয় অধিকার কালে কো বিবাদ উপস্থিত হয় নাই, তাহ অনায়াসে রাজার হস্তগত হইয়াছিল তিনি রাজা প্রতাপাদিত্যের জামাতা ছিলেন। রাজা তাহার প্রতি কো অত্যাচার মা করিয়া নিমন্ত্রণচ্ছলে তাহাকে নিজ বাটতে জানাইয়া এ