পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ૨૬૪ ] অভিপ্রায়ে পুরীর মধ্যে রুদ্ধ করিয়া রাখিয়াছিলেন যে যখন ইচ্ছা কোন একটা কৌশলে তঁহাকে সংহার করিবেন। রাজা এক দিবস বিবেচনা করিয়া স্থির করিলেন যে জামাতাকে সংহার করিয়া তাহার রাজ্য লইলে সৰ্ব্বত্র অখ্যাতি হইবে, কিন্তু র্তাহাকে গোপনে ংস্থার করত তদীয় মৃত্যু সংবাদ সৰ্ব্বত্র প্রচার করিয়া রাজ্য লইলে আমার কোন অপযশঃ হইবেক না, অতএব ইহাই কৰ্ত্তব্য। এই অবধারণ করিয়া অনুচরদিগকে আজ্ঞা করিলেন যে কল্য প্রাতে রামচন্দ্র যখন অস্তঃপুর হইতে বহির্গত হইবেন, তখন তোমরা একজন যে হউক তাহাকে সংহার করিবে । এই কথা সকলে ক্রমশঃ পুরীর মধ্যে কণাকণি করাতে ফুকন্ত। তাহা শুনিয়া হতজ্ঞান হইলেন, দিবভাগে স্বামির সহিত সাক্ষাৎ করিতে ন পারিয়া, অতি কষ্টে দিন কাটাইলেন, পরে নিশাযোগে অতি সঙ্গোপনে স্বামিকে সকল নিবেদন করিলেন, তিনি ঐ কথা শ্রবণমাত্র প্রথমতঃ মূৰ্ছিত হইলেন অনেকক্ষণ পরে জ্ঞানোদ্রেক হইলে কহিলেন প্রিয়তমে এক্ষণে এস্থান হইতে কি প্রকারে পলায়ন করিতে পারি? রাজকন্ত| কহিলেন প্রাণনাথ তাহার উপায় কিছু দেখিনা, বুঝি বিধাতা আমাকে বৈধব্যদশা ঘটাইলেন, ইহা কহিয়া শিরে করাঘাতপূর্বক রোদন করিতে লাগিলেন । রামচন্দ্র পুরী হইতে পলায়নের কোন উপায় না দেখিয়া পরিশেষে কছিলেন, তোমার ভ্রাতা উদয়াদিত্যের সহিত আমার যথেষ্ট প্রণয় আছে, তাহাকে কোন সুযোগে এস্থানে আনিতে পারিলে যদি তিনি কিছু উপায় করিতে পারেন, নতুবা আর জীবন আশা দেখিনা। রাজকন্ত। তৎক্ষণাৎ ক্রনন সংবরণ করিয়া স্বীয় ভ্রাতাকে সেই গৃহে অতি গোপনে আনয়ন করিলেন । রায় তাহাকে দেখিয়া গাত্ৰোখান পুৰ্ব্বক স্বীয় শয়ন শয্যায় S q