পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २० २ ] উপবেশন করাইলেন এবং সবিনয় সমস্ত বিবরণ নিবেদন করিলেন । রাজপুত্ৰ কহিলেন ভাই এক্ষণে অন্ত কোন উপায় দেখিনা, কেবল একটা অদ্য উপস্থিত হইয়াছে, আপনি সেই অপকৃষ্ট কৰ্ম্মে প্রবৃত্ত হইতে পরিলে বোধ হয় এ সঙ্কট হইতে উদ্ধার করিতে পারি। রায় তাহার কথায় সানন্দ হইয়া কহিলেন, আমি যে বিপদগ্ৰস্ত হইয়াছি ইহাতে কোন কন্ম করিতে অশক্ত ? অামা হইতে সকল কৰ্ম্ম সম্পন্ন হইবে যাহাতে আমার প্রাণ রক্ষা হয় আপনি তাহাতে সত্বর হউন । রাজপুত্ৰ কহিলেন অদ্য যশোহরের বাটীতে নৃত্য দর্শনের নিমন্ত্রণ আছে । আমি তথায় যাইব ভাই আপনি মশালধারির বেশ ধরিয়া আমাৰ সহিত চলুন, পরে ঈশ্বর যা করুন। রায় প্রাণরক্ষার্থে রাজকুমারের মতাবলম্বী হইয়া পালকীর অতি নিকটে ২ মশাল ধরিয়া পুরী হইতে প্রস্থান করিলেন । রাজা প্রতাপাদিত্য প্রভাতে জামাতার পলায়ন বাৰ্ত্তা শুনিয়া, অনুসন্ধানে অবগত হইলেন যে রাজা বসন্তরায় নিমন্ত্রণচ্ছলে রামচন্দ্রকে বাহিব করিয়া দিয়াছেন। রাজা রামচন্দ্রের প্রতি কুপিত হইয়া কমল খোজাকে তদীয় রাজ্য হস্তগত করিতে প্রেরণ করিলেন। থোজা সসৈন্তে সজ্জমান হইয় তৎকৰ্ম্ম নিববাহ করিয়া প্রত্যাগমন করে । রাজা স্বয়ং রাজা বসন্তরায়ের দোষানুসন্ধান করিতে প্রবৃত্ত হইলেন, এইরূপে কিছুকাল গত হয়, পরে রাজা বসন্তরায়ের মন্ত্রিরা প্রতাপাদিত্যের দুষ্ট আচরণ অবগত হইয়া তাহাকে জ্ঞাত করিলেন, তিনি স্বয়ং অনুচর দিগকে সাবধান করিয়া দিয়া প্রাণনাশ শঙ্কায় গঙ্গাজল নামক অস্ত্ৰ সৰ্ব্বক্ষণ ধারণ করেন। ঐ অস্ত্র হস্তে থাকিলে পঞ্চাশ জন বীর পুরুষ আক্রমণ করিয়াও কিছু করিতে পারেন। মহাবল পরাক্রান্ত রাজকুমার গোবিদ রায় পিতার রক্ষার্থ স্থানে ২ ও দ্বারে ২ সেনাগণ নিযুক্ত করিয়া স্বয়ং