পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २¢8 ] প্রাণ পরিত্যাগ করিলেন। রাঘবরায় প্রভৃতি রাজা বসন্ত রায়ের সাত পুত্র রাজা প্রতাপাদিত্যের প্রতিকুল ছিলেন, রাজা তাহাদিগকে কাবারুদ্ধ রাখিয়া নিষ্কণ্টকে রাজ্যশাসন করিতে লাগিলেন। রূপ বসু নামে একজন, রাজা বসন্ত রায়ের অতি আত্মীয় ছিলেন। তিনি রাজকুমারদিগের দুঃখে দুঃখিত হইয়া, তাহারা অতিশয় ক্লেশ পাইতেছেন, উদ্ধার করা কর্তব্য কিন্তু উপায় কিছু দেখিতে পাইন যাহা হউক, রাজার পাকড় বদল বন্ধু হইতে অব ইহার কোন প্রতীকার হইবে, এই অবধারণ করিয়া দক্ষিণ দেশীয় ইচ্ছ। খ মসনদরীর নিকট যাইয়া আনুপূৰ্ব্বিক তাবৎ বৃত্তান্ত কহিয়া ক্ৰন্দন করিতে লাগিলেন। তিনি তাহাব, বিশেষতঃ রাজকুমারদিগের দুঃখে কাতর হইয়া কহিলেন, আমি তাহদিগকে উদ্ধার করিব। আপনি কোন মতে উদ্বিগ্ন হইবেন না ; এই কথা কহিতে ২ ক্রোধে তাহার চক্ষুদ্বয় লোহিত বর্ণ হইয়া উঠিল, পরে তিনি সেনাপতি বলবন্ত খোজাকে সুসজ্জ হইতে কহিলেন । খোজ করপুটে নিবেদন করিল, মহারাজ যুদ্ধে তাহার প্রতীকার কব দুষ্কর হইবে। আমি একাকী তাহার নিকট যাইয়া রাজকুমারদিগকে উদ্ধারের উপায় করিব, ইহা কহিয়া কেবল এক খান পেষকবজ হস্তে লইয়া রাজা প্রতাপাদিত্যের নিকট গমন করে, তাহার সমীপে উপস্থিত হইয়া জানাইল, যে মহারাজের সহিত বিরলে কোন নিবেদন আছে। রাজা কিঞ্চিৎ কাল পরে খোজাকে নির্জনে আনাইলেন। বলবন্ত তথায় উপস্থিত হইবামাত্র রাজার কটিদেশের বস্ত্র ধরিয়া পেষকবজ তাহার গলদেশে প্রদান পূর্বক কহিল, রাজা বসন্তরায়ের তনয়দিগকে আমার প্রভুর নিকট এইক্ষণে প্রেরণ কর, নতুবা তোমাকে নষ্ট করি। রাজা নিরুপার হওত ঈশ্বরের নামোচ্চারণ পুৰ্ব্বক শপথ করিয়া রাজকুমারদিগের মোচনের অঙ্গীকার করিলেন। তখন খোজা রাজা প্রতাপাদিত্যের চরণে নিপতিত