পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २e& ] হয় তাহাকে স্তব করিতে লাগিল। রাজা তাহার সাহসে তুষ্ট হইয়া নৌকাযোগে রাজকুমারদিগকে মছন্দরীর নিকট প্রেরণ করিলেন। রাজকুমারেরা তথায় কিছু কাল অবস্থিতি করিলেন পরে ঐ অবশিষ্ট সত কুমারের জ্যেষ্ঠ রাঘবরায় রাজা প্রতাপাদিত্যকে প্রতিফল প্রদানার্থ রূপবসুকে সমভিব্যাহারে লইয়া দিল্লী গমন করিলেন, তথায় যাইয়া উজীরপুত্রের শিক্ষকের নিকট বিদ্যা অভ্যাস করিতে লাগিলেন। রূপবস্তু অতি কষ্টে তাহাকে প্রতিপালন করেন। এইরূপে অনেক দিন গত হয় । এখানে রাজা প্রতাপাদিত্য রাঘবরায় প্রভৃতির গমনে থিদ্যমান তষ্টয়া মনে ২ চিন্তা করিলেন, তাহাদিগকে ইচ্ছাখ মছন্দরী শঠতাদ্বারা লইয়া গিয়াছে অতএব তাহাকে নিপাত করিয৷ তদীয় রাজ্য গ্রহণ করা উচিত, তাহা হইলে তাহাকে প্রতিফল দেওয়া হয় ; এই রূপ স্তিব করিয়া পবে সৈন্তসহ হিজলী আক্রমণ করত অষ্টাদশ দিবস যুদ্ধের পর তাহাকে স°হার করিয়া দেশ হস্তগত করিলেন । সমস্ত বাঙ্গল ও বেহার প্রদেশ বাজ। প্রতাপাদিত্যের অধিকার হইয়াছিল। তিনি ঐ তাধিকারে একচ্ছত্রা চক্ৰবৰ্ত্তী হইয় দিল্লীর কর নিবারণ করেন এবং পাটনা অবধি স্থানে ২ সেনা স্থাপন করিয়া তাহাদিগকে কহিয়৷ দিয়াছিলেন, যে দিল্লী হইতে নবাব কি সেনাপতি প্রভৃতি যে কেহ আইসে, তাহাকে আসিবার সময় নিবারণ করিবে না, সে মে তলায় আসিয়া উপস্থিত হইলে তুই দিক হইতে তাহাকে আক্রমণ করিয়া সংহার করিবে । রাজা প্রতাপাদিত্য প্রজাদিগকে পুত্রসম প্রতিপালন পূর্বক রাজ্য কবেন। একদিন তাহার এক সহচরী পলায়ন করিয়া কোন স্থানে গমন করে, তাহার অনুসন্ধান হয় নাই, পরে চৌকীতে ধৃত হইলে রাজা