পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २८१ ] তাহার কহিল আমরা এ স্থানে যুদ্ধ করিতে আসি নাই, কোন বিপক্ষ দেশে প্রবেশ করিতে না পারে এ কারণ রক্ষার্থ আছি । তোমরা বাদসাহের লোক বিপক্ষ নহ স্বচ্ছন্দে গমন করহ তোমাদিগকে নিবারণ করি এমত সাধ্য কি । অবিরাম খাঁ সমস্ত সৈন্য লইয়। বঙ্গদেশে প্রবেশ করিয়া যশোহরে যাত্রা করিলেন। পাটনাস্থ রাজসেনাগণ গুপ্তভাবে তাহার পশ্চৎ২ আসিতে লাগিল। তিনি মেীতলার গড়ের নিকট পৌছিবামাত্র দুই দিক্ হইতে রাজসৈন্তের তাহাকে আক্রমণ করিয়া বধ করিল। তাহার সঙ্গি-সেনার প্রাণভয়ে রাজ-সৈন্ত্যের সহিত মিলিয়া গেল। পরে তাহার বিলম্ব দেখিয়া বাদসহ আমীর হস্ত হাজারিকে প্রেরণ করেন। এইরূপে বাইশ জন আমীৰ বঙ্গদেশে আগমন করিয়াছিল, সকলেরই একদশা হয়। পরে রাজা মানসিংহ বঙ্গদেশে আগমন করেন। পাটনা অবধি রাজা প্রতাপাদিত্যের সৈন্তেরা পূৰ্ব্ব আগত আমীরদিগের স্তায় তাহাকে সমাদর করিতে লাগিল। তিনি রাজমহাল ছাড়িয়া আসিতে দেখেন যে পশ্চাৎবৰ্ত্তী সৈন্তগণ র্তাহার পশ্চাৎ২ আসিতেছে তাহতে কিঞ্চিৎ সশঙ্কিত হইয় যশোহর গমন পরিত্যাগ করত বদ্ধমানে অবস্তিত করিলেন। প্রতাপাদিত্য প্রধানই লোক পাঠাইয়া তাঙ্গকে যশোহরে লইয়া গেলেন। তিনি তথায় যাইয়া মোতলার কোঠে বাসা করেন। পরে রাজা প্রতাপাদিত্য অসংখ্য অপরিমিত সামগ্রী তাহাকে উপঢৌকন দিয়া সাক্ষাৎ করেন এবং উপঢৌকনে প্রাপ্ত এক সীমস্তিনীকে স্বীয় কন্যা প্রচার করিয়া বাজা মানসিংহের পুত্রকে বিবাহাৰ্থ প্রদান করেন। তাহাতে মানসিংহের সহিত রাজার অন্তরঙ্গত হইল শক্রতা থাকিল না । কিছুদিন পরে রাজা মানসিংহ হিন্দুস্থানে গমন করিয়া কাশীক্ষেত্রে পরলোক প্রাপ্ত হয়েন। ঐ সমুদায় সমাচার দিল্লীতে পৌছচিলে,