পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ &tv ] উজার স্বয়ং বাদসাহের তৃতীয়াংশ সৈন্তসহ রাজা প্রতাপাদিত্যের দমনার্থ বঙ্গদেশে যাত্রা করিলেন। তিনি বিপক্ষ সৈন্ত সংহার করিতে২ শালিকায় আসিয়া উপস্থিভ হইলে প্রতাপাদিত্যের প্রধান সেনাপতি তাহার সন্মুখীন হওত সাত দিন অনাহারে অবিরত সংগ্রাম করিয়া শমন সদনে গমন করে। রাজা প্রতাপাদিত্য সেনাপতির মৃত্যু শুনিয়া, কি করিবেন, কি হইবে এইরূপ পরামর্শ করিতেছেন ; এমত সময়ে যশোহরেশ্বরী দেবী তাহার মধ্যম কস্তার রূপ ধারণ করিয়া ক্ৰন্দন করিতেই সেই স্থানে আসিয়া কহিলেন, বাবা তবে আমি যাই। রাজা স্বীয় যুবতী কন্যাকে সৰ্ব্বসমক্ষে আসিতে দেখিয়া মহা ক্রোধে দূর২ বাক্যে র্তাহাকে বিদায় করিয়া দিলেন, এবং সকল সৈন্তকে যুদ্ধার্থ মুসজ্জ হইতে আজ্ঞা প্রদান করিয়া অন্তঃপুবে গমন করিলেন। তথায় যাইয়া রাজীকে জিজ্ঞাসা করিলেন, তোমর। কি সকলে পাগল হইয়াছ, অদ্য আমার কল্প সভায় গমন করিয়াছিল কেন ? রাজমহিষী উত্তর করিলেন, সে কি আমার কোন কস্তাতো অন্তঃপুর হইতে বাহিরে যায় নাই। তখন রাজা শিরে করাঘাত পূৰ্ব্বক কহিলেন সৰ্ব্বনাশ হইল বুঝি তবে যশোহরেশ্বরী আমাকে পরিত্যাগ করি লেন । এই কথা কহিয়া ঠাকরুণ বাট বাইয় দেখেন দক্ষিণমুখী দেবী পশ্চিমমুখী হইয়াছেন, ইহা দেখিয়া তাহাকে আর প্রণামও করিলেন না । রাজা প্রতাপাদিত্য আপনার আসন্ন কাল জানিয়া সমরে নিরুৎমুৰ্ক হওত স্বয়ং যাইয়া উজীরের সহিত সাক্ষাৎ করিলেন, উজীর তাহাকে সন্মানপূর্বক জিজ্ঞাসা করিলেন তোমার এক্ষণে কি কর্তব্য, যুদ্ধ করিবে কি বাদসাহের আজ্ঞায় বশীভূত হইবে ? রাজা উত্তর করিলেন আমি আর যুদ্ধ করিব না ; আপনি দিল্লীশ্বরের আজ্ঞানুসারে আমাপ্রতি