পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २४३ ] নয় করিতে হয় করুন। উজীর তাহাকে পিঞ্জরে রুদ্ধ করিয়া পুরী লুঠ করিলেন। উজীর ঐ লুণ্ঠনে এক শত কোটি নগদ টাকা আর মণি মুক্ত প্রবালাদি বিবিধ বহুমূল্য রত্ন পাইলেন। তিনি সকল স্ত্রীলোকদিগকে পিঞ্জরে বদ্ধ করিয়াছিলেন। রাজা প্রতাপাদিত্যের স্ত্রী নাগবীর পুরীমধ্যে, কেহ প্রবেশ করিতে পারে নাই এবং তিনি বদ্ধ হয়েন নাই ; লুঠের পূৰ্ব্বে রাঘবরায় যাক্টয়া ঐ পুরীর দ্বারে দণ্ডাইয়া রহিয়াছিলেন এ কারণ তথায় কেহ যায় নাই। উজীর সকলকে লইয়া দিল্লা গমন করেন, পথি মধ্যে বারাণসীতে রাজ প্রতাপাদিত্যের লোকান্তর প্রাপ্তি হয়। আর২ সকলকে ও সমুদয় ধন দিল্লীশ্বর আকবর বাদসাহের সমীপে উপস্থিত করেন। বাদসহ উজীরের অনুরোধে রাঘববায়কে যশোহরজিৎ উপাধি দিয বাজা প্রতাপাদিত্যের রাজ্য সমর্পণ কবিলেন । রাঘবরায় দিল্লীশ্বরের নিকট হইতে বিদায় হইয়া প্রথমে ইছাখ মছন্দরীর বাটতে উপস্থিত হইলেন, তথা হইতে সকল ভ্রাতাদিগকে সমভিব্যাহারে লইয়া মহাসমারোঙ্গে যশোহরে আসিয়া দেখেন পুরী শশান ভূমি হইয়াছে তদর্শনে বাঘবরায়েব মনে ঔদাস্ত জন্মিল । তিনি সৰ্ব্ব সমক্ষে স্বীয় অভিপ্রাম প্রকাশ কবিয় কহিলেন দেখ, এই বাজ্যের নিমিত্ত আমার পিতার শিরচ্ছেদন হইয়াছে এবং মহাবাজ বিক্রমাদিত্যের সস্তানের প্রায় জাতি যায়। অতএব রাজ্যমদে মত্ত হওয়া অতি নরাধমের কৰ্ম্ম ইহাতে যে রত থাকে সে অতি অজ্ঞান ইহা কহিয়া সকল রাজ্য বন্ধুবান্ধবদিগকে অংশ করিয়া দেন স্বয়ং কেবল স্বীয় পরিবার, ভরণ পোষণার্থ কএক খানি গ্রামমাত্র অধীনে রাখিয়া যশোহরজিৎ নাম মাত্ররাজা ছিলেন। র্তাহার সন্তান সন্ততি হয় নাই । রাজা বসন্তরায়ের তনয়ের নিঃসন্তান ছিলেন। কেবল রাজা চন্দ্রনাথ রায়ের এক তনয়