পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७२ ] প্রতাপাদিত্যচরিত্রের সমালোচনায় তাহার উল্লেখ করিয়াছি। পাশ মহাশয়ও অন্যত্র তাহাই বলিয়াছেন। ইহার পর আমরা দেখিতে পাই যে, ১৮৫৩ খৃঃ অব্দে লং সাহেবের যত্নে হরিশ্চন্দ্র তর্কালঙ্কার কর্তৃক মহাৰাজ প্রতাপাদিত্যচরিত্র লিখিত হইয়া প্রকাশিত হয়। লং সাহেব উত্তরপশ্চিম প্রদেশের তদানীন্তন লেপ্টেনাণ্ট গবর্ণর জে, কলভিনের অনুরোধে উক্ত গ্রন্থ প্রকাশ করেন। ১৮৬৮ খৃঃ অব্দের ডিসেম্বর মাসে Asiatic Societyর অধিবেশনে লং সাহেবের মন্তব্যে এইরূপ লিখিত আছে। “At the request of the Hon’ble J. Colvin, late Lieutenant Governor of the North West Provinces, he (J. Long.) had pub. lished 16 Years ago, in Bengali the life of Raja Pratapa. ditya, called in the original ‘the last king of Sagur island’.” (Proceedings of the Asiatic Society for Decem: ber 1868.) সম্ভবতঃ জে, কলভিন মহোদয় জৰ্ম্মানি হইতে প্রতাপাদিত্যচরিত্র প্রকাশে অনুরুদ্ধ হইয়াছিলেন, এবং তিনিই লং সাহেবকে তাঙ্গ৷ প্রকাশের জন্য অনুরোধ করেন । হরিশ্চন্দ্র তর্কালঙ্কারের কৃত মহাবাজ প্রতাপাদিত্য চরিত্র যে প্রথমে ১৮৫৩ খৃঃ অব্দে প্রকাশিত হয় তাহী লং #To A descriptive Catalogue of Bengali Works RIR গ্রন্থ হইতে জানিতে পারা যায়। উক্ত পুস্তিকায় এইরূপ লিখিত আছে,— "Pratapaditya Charita, Last king of Sagur Island, Life, by Harish Tarkalanker. pp. 63. Roz & Co 2 as 1853” ১৮৫৬ খৃঃ অব্দে ইহার দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়। আমরা তাহাই মুদ্রিত করিয়াছি। প্রথম সংস্করণের গ্রন্থ আমরা দেখিতে পাই নাই। কি কারণে হরিশ্চন্দ্র তর্কালঙ্কারকৃত মহারাজ প্রতাপাদিত্য চরিত্র প্রকাশিত হয় তাহ উল্লিখিত হইল, এবং উহা যে বসুমহাশয়ের গ্রন্থের