পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २> ] পণ্ডিত সংকবি তুম্বুরগায়ক বাদ্যক্রিয়াতে তালজ্ঞ সুভাসী সত্যবাদী জিতেন্দ্রিয় অস্ত্রবিদ্যাতেও তৎপর বাহুযুদ্ধে মহামন্ত্র তিরান্দাজী ও বরকন্দাজী ও তলোয়রবাজী শুলপি ও নেজ ও বর্শি এ সৰ্ব্বতেই অতি পারক যোগক্রিয়াতে মহাযোগী মহাতপী মহাৰ্যপী একসনে নবরাত্রি আসন করিত বহু প্রকারে সাধন ভজন করিত। পূঃ তপস্বী। ইষ্টদেবতা সদয় ও সুপ্ৰসন্ন। কালী কস্তাভাবে তাহার গৃহে অবস্থিতি করিলেন পুনৰ্ব্বার বিদসার সময় তাহারি বৈলক্ষণ হইল দক্ষিণ বাহিণী পশ্চিম বাহিণী হইলেন ( ২৮ ) এই মত প্রকাশ মান গপ তাহার ঠেকান অদ্যাপিও আছে দক্ষিণ দিগে উঠানের বেদী প্রস্তুত আছে। রাজার সময়েতে রাজা সৰ্ব্বমত প্রকারেই এ প্রদেশের শ্রেষ্ঠ ছিল। পরে তাহার বিবাহ দিলেন । ( ২৯ ) যখন বারে তের বৎসর বয়ক্রম তখন প্রতাপাদিত্য সমূহ প্রতাপান্বিত ইহার বল পরাক্রম দেখিয়া মহারাজাব শঙ্কা হইল মনে বিচার করিলেন আমার ঘরে এ মহা অমর জন্মিল ইহা হইতে আমাদের সৰ্ব্বনাশ হবেক ইহার আর সন্দেহ নাই। কি উপায় কলিব। এই ভাবনা করিতেছেন। দৈবক্রমে দেখ এক দিবস মহারাজা স্নান করিয়া সিংহাসনের উপর গাত্র মোচন করিতেছিলেন। একটা চিল্ল পক্ষি তিরেতে বিদ্ধিত হইয়া শূন্ত হইতে মহারাজার সম্মুখে পড়িল অকস্মাৎ ইহাতে রাজা প্রথমত তটস্থ হইয়া চমকিৎ ছিলেন পশ্চাৎ জানিলেন তিরে বিদ্ধিত চিন্ন পক্ষি। লোকেরদিগকে জিজ্ঞাসা করিলেন এ, চিল্লকে কেটা তির মারিয়াছে। তাহারা তত্ত করিয়া কহিল মহারাজা কুমার বাহাদুর তির মারিয়াছেন এ চিল্লকে। তাহাকে সেই স্থানে ডাকিয় জিজ্ঞাসা করিলেন পুত্ৰ তুমি এ চিল্লকে তির মারিলা শৈকার করিলে রাজা বসন্ত রায়কেও ঐখানে ডাকাইয়া সে চিল্প দেখাইলেন এবং কহিলেন তোমার ভ্রাতপুত্র ইহা