পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অন্নদামঙ্গল । ৫ مـصمaجهوء هضت مصمم বিদ্যাসুন্দর। রাজা মানসিংহের বাঙ্গালায় আগমন । যশোর নগর ধাম প্রতাপ আদিত্য নাম মহারাজা বঙ্গজ কায়স্থ । নাহি মানে পাতসায় কেহ নাহি অ টে তায় ভয়ে যত ভূপতি দ্বারস্থ ॥ বরপুত্র ভবানীর প্রিয়তম পৃথিবীর বায়ান্ন হাজার যার ঢালী । ষোড়শ হলকা + হাতি অযুত তুরঙ্গ সাতি যুদ্ধকালে সেনাপতি কালী । তার খুড়া মহাকায় আছিল বসন্তরায় রাজা তারে সবংশে কাটিল । তার বেটা কচুরায় রাণী বাচাইল তায় ৭ জাহাঙ্গীরে সেই জানাইল ॥

  • বিদ্যাসাগর মহাশয়ের সম্পাদিত অন্নদামঙ্গল হইতে উদ্ধত হইল। এই গ্রন্থ কৃষ্ণনগর রাজবাটীর মূলপুস্তক দৃষ্টে পরিশোধিত হইয় প্রকাশিত হয়।

+ श्लकां - यूथ, मठ । কালী অর্থে বাবু সতীশচন্দ্র মিত্রপ্রভৃতি কালিদাস মিত্র অর্থ কবির থাকেন। কিন্তু ঘটক-কারিকায় কালিকাদেবীরই কথা আছে। ঘটক-কারিকার রাণী কর্তৃক কচুরায়ের রক্ষার কথাই আছে। সংস্কৃত ক্ষিতীশবংশাবলীর মতে কোন ধাত্রী কর্তৃক কচুরায়ের প্রাণ রক্ষা হইয়াছিল। >br