পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७७ ] ক্ৰোধ হইল পাতশায় বান্ধিয়া আনিতে তায় রাজা মানসিংহে পাঠাইলা । বাইশী লস্কর সঙ্গে * কচুরায় লয়ে রঙ্গে মানসিংহ বাঙ্গাল আইলা ॥ কেবল যমের দূত সঙ্গে কত রজপূত নানাজাতি মোগল পাঠান। নদী বন এড়াইয়া নানা দেশ বেড়াইয়া উপনীত হৈল বৰ্দ্ধমান ॥ দেবীদয়া অনুসারে ভবানন্দ মজুনারে হইয়াছে কানগোই ভার। } দেখা হেতু দ্রুত হয়ে নানা দ্রব্য ডালী লযে বৰ্দ্ধমানে গেলা মজুন্দার। } মানসিংহ বাঙ্গালার যত যত সমাচার মজুন্দরে জিজ্ঞাসিয়া জানে। দিন কত থাকি তথা বিদ্যাসুন্দরের কথা

  • প্রসঙ্গত শুনিলা সেখানে ॥

来 来 곳 *

  • ভারতচন্দ্রের মতে মানসিংহের সহিতই বাইশ জন আমীর আসেন।

+ মানসিংহ কর্তৃক প্রতাপাদিত্যবিজয়ের অনেক পরে ভবানন্দ মজুদার কাননগো ভার প্রাপ্ত হন। ১০১৫ হিজরী বা ১৬০৬ খঃ অব্দে প্রতাপাদিতোর ধ্বংস হয়। ভবানন্দ ১.২২ হিজরী বা ১৬১৩ খৃঃ অব্দে কাননগে। ভার প্রাপ্ত হন। তাহার কাননগে৷ কার্যের ফৰ্ম্মান অদাপি কুষ্ণনগর রাজবাটীতে আছে। (কীৰ্ত্তিকেয় চন্দ্র রায়েব ক্ষিতীশবংশাবলী চরিত ২১৯ পৃষ্ঠা দেখ) সংস্কৃত ক্ষিতীশ বংশাবলীতেও অন্নদামঙ্গলের ন্যায ভ্রম আছে। মানসিংহের সময় ভবানন্দ কাননগো দপ্তরের মুহুরী ছিলেন। সংস্কৃত ক্ষিতীশবংশাবলীতে চাপড় নামক গ্রামের নিকট মানসিংহের সহিত ভবানন্দের সাক্ষাৎ হয় বলিয়া লিপিত আছে।