পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७१ ] মানসিংহ । বৰ্দ্ধমান হইতে মানসিংহের প্রস্থান । N- 米 米 $- 琳 সাঙ্গ হৈল বিদ্যাসুন্দরের সমাচাব । মজুন্দারে মানসিংহ কৈলা পুরস্কার । মজুদারে কহিলা করিব গঙ্গাস্নান। উত্তরিলা পূৰ্ব্বস্থলী নদে সন্নিধান । আনন্দে গঙ্গার জলে স্নান দান কৈলা । কনক অঞ্জলি দিয়া গঙ্গা পার হৈলা | পরম আনন্দে উত্তরিলা নবদ্বীপ । ভারতীর রাজধানী ক্ষিতির প্রদীপ | ব্রাহ্মণ পণ্ডিত লয়ে বিচার শুনিয়া । তুষ্ট কৈলা সকলেরে নানা ধন দিয়া । মানসিংহ জিজ্ঞাসা করিল মজুন্দারে। কোথায় তোমার ঘর দেখাও আমারে। মজুদার কহিলা সে দূর বাগোয়ান। মানসিংহ কহে চল দেখিব সে স্থান । মজুদার সঙ্গে রঙ্গে খড়ে পার হয়ে। বাগোয়ানে মানসিংহ যান সৈন্ত লয়ে ॥ মজুদার ঘরে গেলা বিদায় হইয়া। অন্নপূর্ণ যুক্তি কৈলা বিজয়া লইয়া । মানসিংহে আপনার মহিমা জানাই । ঃখ দিয়া সুখ দিলে তবে পূজা পাই।