পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २७8 ] থরথরী স্থাবর বজ্রের কড়মড়ী । ঘুট ঘুর্ট আন্ধার শিলার তড়তড়ী। ঝড়ে উড়ে কানাত দেখিয় উড়ে প্রাণ । কুঁড়ে ঠাট ডুবিল তাম্বুতে এল বান। সীতারিয়া ফিরে ঘোড়া ডুবে মরে হাতী। পাকে গাড় গেল গাড়ী উট তাব সাতি ॥ ফেলিয়া বন্দুক জামা পাগ তলবার। ঢাল বুকে দিয়া দিল সিপাই সাতার। খাবি থেয়ে মরে লোক হাজার হাজার । তল গেল মাল মাত্তা উকতে s বাজার ॥ বকরী বকরা মরে কুকড় কুকড় । কুজড়ানী কোলে করি ভাসিল কুজড় । ঘাসের বোঝায় বসি ঘেসেড়ানী ভাসে । ঘেসেড়া মরিল ডুবে তাহাব হা ভাষে । কান্দি কহে ঘেসেড়ানী হায় রে গোসাই । এমন বিপাকে আর কভু ঠেকি নাই ॥

  • . 来 - 来 * ডুবে মরে মৃদঙ্গ মৃদঙ্গ বুকে করি। কালোয়াত ভাসিল বীণার লাউ ধরি। বাপ বাপ মরি মরি হায় হায় হায় । উভরায় কান্দে লোক প্রাণ যায় যায়।
  • উক্লছু-বাজার বা শিবির। + কুজড়-তরকারবিক্রেতা ।