পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१० ] কাঙ্গাল হইনু সবে বাঙ্গালায় এসে । শির বেচে টাকা করি সেহ যায় ভেসে ॥ এইরূপে লস্করে দুষ্কর হইল বৃষ্টি । মানসিংহ বলে বিধি মজাইলা সৃষ্টি ॥ গাড়ি করি এনেছিল নৌকা বহুতর । প্রধান সকলে বাচে তাহে করি ভর ॥ নৌকা চড়ি বাচিলেন মানসিংহ রায় । মজুদার শুনিয়া আইলা চড়ি নায়। অন্নপূর্ণ ভগবতী তাহারে সহায়। ভাণ্ডারের দ্রব্য তার ব্যয়ে না ফুরায় ॥ নায়ে ভরি লয়ে নানাজাতি দ্রব্যজাত ॥ রাজা মানসিংহে গিয়া করিলা সাক্ষাত ॥ দেখি মানসিংহ রায় তুষ্ট হৈল বড়। বাঙ্গালায় জানিলাম তুমি বন্ধু দড় ॥ কে কোথা বাহির হয় এমন দুৰ্য্যোগে । বাচাইলা সকলেরে নানামত ভোগে ॥ বাচাইয়৷ বিধি যদি দিল্লী লয়ে যায় । অবষ্ঠ আসিব কিছু তোমার সেবায় ॥ এইরূপে মজুন্দার সপ্তাহ যাবত। যোগাইলা যত দ্রব্য কি কব তাবত ॥ * মানসিংহ জিজ্ঞাসিলা কহ মজুদার । কি কৰ্ম্ম করিলে পাব এ বিপদে পার ॥ ক্ষিতীশবংশাবলীচরিতেও ভবানন্দের রসদপ্রদানের কথা আছে।