পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१७ ] আগে পাছে দুই পাশে দু সারি লস্কর। চলিলেন মানসিংহ যশোর নগর। মজুনারে সঙ্গে নিলা ঘোড়া চড়াইয়া । কাছে কাছে অশেষ বিশেষ জিজ্ঞাসিযা । এইরূপে যশোর নুগরে উত্তরিয়া। থান দিলা চারিদিকে মুরুচ কবিয়া । শিষ্টাচার মত আগে দিলা সমাচার। পাঠাইয় ফরমান বেড়ী তলবার। । প্রতাপাদিত্য রাজা তলবার লযে। বেড়ী ফিরা পাঠাইয়া পাঠাইল কযে। কহ গিয়া অরে চর মানসিংহ রাযে । বেড়ী দেউক আপনার মনিবেব পায়ে ॥ লইলাম তলবার কহ গিয়া তালে। যমুনার জলে ধুব এই তলবারে। শুনি মানসিংহ সাজে করিতে সমর । রচিলা ভারতচন্দ্র রায় গুণাকব । মানসিংহ ও প্রতাপআদিত্যের যুদ্ধ। ধুধু ধুধু নেযত বাজে। ঘন ভৌরঙ্গ ভম ভম দামামা দম দম ঝনম্ন ঝম ঝুম ঝাজে ৷

  • ঘটক-কারিকায় বেড়ী তলবীর প্রেরণের কথাও আছে।