পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१8 ] কত নিশান ফর ফর নিনাদ ধর ধর কামান গর গর গাজে ॥ সব যুবান রজপুত পাঠান মজবুত কামান শরযুত সাজে। ধরি অনেক প্রহরণ জরীর পহিরণ সিফাইগণ রণমাজে ॥ পরি করাইবখতর পোশাক বহুতর সুশোভি শির পর তাজে ॥ বসি আমরি ঘর পর আমীর বহুতর হুলায় গজবররাজে ॥ পুর যশোর চমকত নকীব শত শত হু শার ফুকরত কাজে ॥ হয় গজের গরজন সেনার তরজন পয়েধি ভরছন লাজে ৷ দ্বিজ ভারত কবিবর বনায় তঁহি পর প্রতাপদিনকর সাজে ॥ জুঝে প্রতাপআদিত্য জুঝে প্রতাপআদিত্য। ভাবিয়া অসার ডাকে মার মার সংসার সব অনিত্য ॥ শিলাময়ী নামে* ছিল তার ধামে অভয়া যশোরেশ্বরী। পাপেতে ফিরিয়া বসিলা রুষিয়া তাহারে অকৃপা করি ॥ বুঝিয়া অহিত গুরু পুরোহিত মিলে মানসিংহরাজে। লস্কর লইয়া সত্বর হইয়া প্রতাপ আদিত্য সাজে ॥

  • শিলাময়ী ও যশোরেশ্বরী সম্বন্ধে (৯৭) টিপ্পনী ও ঘটক-কারিক দেখ।