পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সারতত্ত্বতরঙ্গিণী । سم-سسسه مهمo» هس---- س প্রতাপাদিত্য । অতঃপর শুন বাজনাম! (১) বিলবণ । পূৰ্ব্ব পুরুষের কিছু কবির বর্ণন ॥ কলিতে প্রতাপাদিত্য নামে নবপতি । যশোর নগবে (২) ধাম বীর্য্যবন্ত অতি ॥ প্রচণ্ড প্রতাপে যথা ছিল দুৰ্য্যোধন। ভয়ে যত বাজগণ লইলা শবণ ॥

  • রাজ বসন্তরাযের বংশে জাত ২৪ পরগণা জেলাব বসিরহাট সব ডিভিসনের অন্তর্গত পোড়গাছি গ্রামস্ত রামগোপাল রায মহাশয় সারতত্ত্বতরঙ্গিণী নামক একখানি গ্রন্থ প্রণয়ন করেন। প্রায় ৭২ বৎসর পূৰ্ব্বে সারতবঙ্গিণী লিখিত হয়। ১৭৬০ শকে গ্রন্থ শুদ্ধি হয। উহার পৌত্র জযপুর মহারাজ কলেজের অধ্যাপক শ্ৰীযুক্ত নককৃষ্ণ বায মহাশয় এই কবিত। দুইটি আমাদের নিকট প্রেরণ কবিয়াছেন।

(১) যে সমস্ত পারস্য গ্রন্থ ইতিহাস বলিয়া প্রচলিত, তাহতে প্রতাপাদিত্যের উল্লেখ নাই । কিন্তু আমরা জানিতে পারিতেছি যে, বাজনাম নামক পারস্যগ্রন্থে প্রতাপাদিতোব বিবরণ লিখিত আছে । স্বৰ্গীয় রামগোপাল রায় মহাশয়ের নিকট উক্ত গ্রন্থ ছিল । স্তাহার জ্যেষ্ঠপুত্র স্বগীয় লীনাথ রায় মহাশয় সে গ্রস্ত দেখিয়াছিলেন বলিয়া আমাদের নিকট উল্লেখ করিয়াছিলেন । গৃহদ্গহে উক্ত গ্রন্থ ভস্মীভূত হইয়া যায়, নবকৃষ্ণ বাবুও সে কথা লিখিয়া পাঠাইয়াছেন । আমরা রাজনাম গ্রন্থ অনুসন্ধান করিয়া এ পর্য্যন্ত প্রাপ্ত হই নাই । ইহার অনুসন্ধান হইলে প্রতাপাদিত্য সম্বন্ধে অনেক বিষয় জ্ঞাত হওয়া যাইতে পাবে, সুতরাং ইহার অনুসন্ধানের সম্পূর্ণ প্রয়োজন। রামরাম বহু মহাশয়ও স্বীয় প্রতাপাদিত্য চরিত্রে প্রতাপাদিত্যের বিবরণ-যুক্ত কোন কোন পারস্য গ্রন্থের উল্লেখ করিয়াছেন, সম্ভবতঃ বাজনামও উহার লক্ষ্য হইতে পারে। (২) প্রতাপাদিতোর যশোর যে বর্তমান যশোর জেলার সদর ক্টেশন হইতে স্বতন্ত্র স্থান ও ১৯