পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રક્ત8 ] নগর রাজার কত ছিল গড় থানা (৮) । হস্তি ঘোড়া শকটাদি সৈন্ত অগণন ॥ হাতিয়াগড়েতে (৮) রাজহস্তির মকাম । সেই হৈতে হইল হাতিয়াগড় নাম ॥ জগদ্দলে (৯) মেদন্মল্লে (১০) আদি পাটমহলে (১১)। আছিল সৈন্তের ঠাট সিন্ধুসম বলে ॥ কীৰ্ত্তিযশ তাহার কি করিব বর্ণনা । কতস্থানে কতরূপ কে করে গণন ॥ থাকি। (উপক্ৰমণিক দেখ) ১৫৮২-৮৩ খৃঃ অব্দে আজিমখার সহিত প্রতাপেৰ সবঃ উপস্থিত হয় । সুতরাং তৎপূর্বে যে প্রতাপের রাজত্ব আরম্ভ তাহতে সন্দেহ নাই । (৮ ) হাতিয়াগড় সরকার সাতগার শেষ দক্ষিণ পরগণা ও মূল ২৪ পরগণাব অন্ত: তম । ডায়মণ্ডহারবর হইতে সাগরদ্বীপ পর্য্যন্ত বিস্তুত বৰ্ত্তমান সময়ে ইহা উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত। মথুরাপুর প্রভৃতি স্থান হাতিয়াগড়ের অন্তর্গত। এই সমস্ত স্থান যে প্রতাপাদিত্যের রাজ্যভুক্ত ছিল, তাহার যথেষ্ট প্রমাণ আছে। হাতিয়গডের নিকটল্প সাগরদ্বীপই জেসুইট পাদরীগণের লিখিত চ্যাণ্ডিকান বা সায়ণ্ডিক ( উপত্র মণিক দেখ )। কিন্তু হাতিয়াগড, প্রতাপাদিত্যেব হস্তিশালীর অবস্থিতির জন্য উক্ত নাম প্রাপ্ত হইয়াছিল কি না বলা যায় না। (৯) মেদঝল সরকার সাতগায়ের একটি পরগণা ও মূল ২৪ পরগণার অন্ততম। কলিকাতায় দক্ষিণপূর্ব হইতে ইহার আরম্ভ। বৰ্ত্তমান মাতলা রেলওয়ের দুই পার্শ্বে উত্ত পরগণা অবস্থিত। বারুইপুর প্রভৃতি ইহার অন্তর্গত। (১• ) জগদ্দল ২৪ পরগণা জেলার অন্তর্গত, চন্দননগরের পরপারে অবস্থিত। এই খানে আজিও প্রতাপাদিত্যের গড়ের চিহ্ন আছে। (১১) পাটমহল পরগণায় প্রতাপাদিত্যের পূর্বপুরুষ রামচন্দ্ৰ আসিয়া বাস করেন। •ाभिश्ल झणतौं ७ बर्कभोट्मन्न भाषा अवश्ठि (8 झिनौ (प्रश्व ) ।