পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ રાહ ] পরে কহি গুন রাজসভা বিবরণ। সভাস্থ পণ্ডিতে কিছু করিব বর্ণন ॥ কমল নামেতে তর্কপঞ্চাননোপাধি । * মহামহোপাধ্যায় পণ্ডিত গুণনিধি। ছিল রাজসভাসৎ পণ্ডিত অতি মান্ত । সৰ্ব্বশাস্ত্রে বিশারদ মহাখ্যাত্যাপন্ন ॥ দিগ্বিজয় অর্থে এক পণ্ডিত দুৰ্জ্জয়। দ্রাবিড় হইতে সে আইলা বাঙ্গলায় ॥ বিজয়েতে সৰ্ব্বত্ৰেতে করিয়া গমন । যশর নগরে আসি দিলা দরশন ॥ জয়পত্র শিরেতে তেজস্বী মহামনী । নানাশাস্ত্রে বিশারদ জ্ঞানে মহাজ্ঞানী ॥ প্রথমতঃ রাজসভা বর্ণন করিলা । গৰ্ব্বে থৰ্ব্ব জ্ঞান করি শ্লোক পঠিলা ॥ “রাজা কিশোরঃ সচিবঃ কিশোরঃ পুরোহিতো দস্তময়ঃ কিশোরঃ । এতেহি সভ্যাঃ সকলাঃ কিশোরাঃ করোমি তর্কং সহকেন চাত্র ॥” শ্রতিস্মৃতি দরশনে আগম পুরাণে । বাজিল বিতর্ক তর্কপঞ্চানন সনে ॥

  • তর্কপঞ্চানন এতদ্দেশে শ্ৰীকৃষ্ণ তর্কপঞ্চানন নামে অভিহিত । রায় মহাশয় কিন্তু কমল বলিতেছেন ।