পাতা:রাজা প্রতাপাদিত্যচরিত্র.djvu/৩০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ২৯৬ ] অনুবাদ । তৎকালে বঙ্গপ্রভৃতি দেশে প্রতাপাদিত্যপ্রধান বারজন রাজা বিনা করে রাজ্যভোগ করিতেন। তাহাদিগের মধ্যে প্রতাপাদিত্য মহাবল, জিতশত্রু, ধনশালী ও জগদ্বিখ্যাত ছিলেন । দিল্লীর বাদসাহ করগ্রহণের জন্য অনেক সেনা প্রেরণ করিয়া একাদশজন নৃপতিকে স্ববশে আনয়ন করেন। কিন্তু প্রতাপাদিত্য বাদসহিপ্রেরিত সৈন্তগণকে বাবম্বাব পরাজিত করিয়া দ্বিতীয়দিল্লীশ্বররুপে বিরাজ করিতেছিলেন । এই সময়ে জাহাঙ্গীরনগর ও হুগলীতে অবস্থিত বাদসাহের কৰ্ম্মচারী প্রতাপদিত্যের দুর্ব্যবহার অনেকানেক পত্র দ্বারা বাদসাহের নিকট নিবেদন কবিয পাঠান। তাহাদের অর্থ এই, প্রতাপাদিত্য বিপুল বলশালী, তাহাব নিকট বায়ান্ন হাজার ঢালী, একান্ন হাজার তীরন্দাজ, বহুসংখ্যক অশ্বারোহী, বহুযুর্থ হস্তী ও অসংখ্য মুদগরধারী প্রভৃতি সৈন্ত আছে। এই সমস্ত সৈন্ত্যের সাহায্যে প্রতাপাদিত্য অন্তান্ত রাজাদিগকে বাধা প্রদান কবিয থাকে। অধিক কি স্ববংশীয়দিগকে প্রায় নিঃশেষ করিয়াছে। তাহাব বংশে একজন শিশু পিতা ও অদ্যান্ত স্বজনের হত্যার পর পলায়িত হইযt ধাত্রী কর্তৃক কচুবনে লুকায়িত হয়। সেই হেতু তাহাকে কচুরায় বলিয়া থাকে। কচুরায় পারস্তাদি ভাষা শিক্ষা করিয়াছে, সে দয়ালু ও রাজলক্ষণযুক্ত বটে। প্রতাপাদিত্য তাহাকে বিনাশ করিবার জন্য সৰ্ব্বদ তাহার অনুসন্ধান করিতেছে। আমাদিগকেও বাধা প্রদান করিতে প্রবৃত্ত হইয়াছে। অতএব যদি গজাখাদিপরিবৃত অনেক সেনাপতির সহিত কোন একজন প্রধান অমাত্য আগমন করেন, তাহা হইলে আমরা তাহার সহিত যোগদান করিয়া প্রতাপাদিত্যকে বন্দী করিয়া পাঠাইতে পারি। দিল্লীশ্বর এই সকল পত্র হইতে প্রতাপাদিত্যের দুর্ব্যবহার অবগত হইলে